![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
(নজরুলের কিছু ব্যাপার আমার কাছে খুবই অদ্ভুদ লাগে, যে কিনা প্রায় ১০০ বছর অাগে এমন সব কবিতা রচনা করেছেন যা এখনকার সমসাময়িক অবস্থার সাথেও চরমভাবে সম্পর্কযুক্ত। আসলেই মুসলমানদের বর্তমান অবস্থা এই কয়েকটি লাইনের কবিতা থেকে বেশি ভাল করে উপস্থাপন করা সম্ভব কিনা আমি জানি না। কেউ কবিতার আসল নামটি জানালে কৃতার্থ হব)
তাওহীদের হায় এ চির সেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর !
ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর !
ওদের শিব ও শিবানির সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ !
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরাণ হাদীছ চষে।
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিলো, তলপি তোল।
বাহীরের দিকে যত মরিয়াছি
ভীতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
বিবর্ন সভ্যতা বলেছেন: আজকের যুগে আমরা শুধু সংখ্যায় বৃদ্ধি পাচ্ছি গুনগত মানের কোন পরির্বতন হচ্ছে না।
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
উরনচণ্ডী বলেছেন: খালেদ
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
আরণ্যক রাখাল বলেছেন: বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোর আছি বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি
কোরান হাদিস চষে!
নজরুল এযুগে থাকলে নির্ঘাত চাপাতির কোপ খেতেন!
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
বিবর্ন সভ্যতা বলেছেন: সেই যুগেও কিন্তুু নজরুল মোল্লাদের দ্বারা নাস্তিক উপাধি পেয়েছিলেন।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আহাম্মক সেজে আছি মোরা বেশ
গরম করছে কাথা মৌলবি আর পীর ;
চাউল ও কলা ভক্তি জাগেনা
খেতে ভালবাসি পায়েশ আর ক্ষীর
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
সবুজ সাথী বলেছেন: পুরা কবিতাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তথাকথিত ফ্রডগতিশীল আর নাস্তিক দল এই কবিতার শুধু ৪নং প্যারা তাদের পক্ষে ব্যবহার করে। বাকীগুলা বলেনা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
বিবর্ন সভ্যতা বলেছেন: ফ্রডগতিশীল আর নাস্তিক দল এই কবিতার শুধু ৪নং প্যারা তাদের পক্ষে ব্যবহার করে। বাকীগুলা বলেনা। এই জন্যই তো তারা ফ্রড গতিশীল।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
উড়োজাহাজ বলেছেন: গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।