নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

তোকে ভুলতে ইচ্ছে করে ।।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

তোকে বড় ভুলতে ইচ্ছে করে।
একটুখানি নয়। এক্কেবারে।
-
তোর স্মৃতিটা যেন, কেমন কেমন
এলি রামধনু হয়ে, আমার হৃদয়ে ;
পরে ছেয়ে গেলো মেঘ, আমার চোখে।
তারপর-- বজ্রের শব্দ, বিদ্যুতের ঝলকানি
আর চোখ থেকে, মুষলধারে বৃষ্টি।
-
ভেবেছিলাম--
হয়তো আমার জীবনে, এটা বর্ষাকাল
তাই এমন হয়।
-
কিন্তু না।শীতেও তাই।গরমেও তাই
আর-- রাঙা বসন্তেও তাই।
-
তুই কি বলিস ?
তোকে ভুলে যাওয়াই ভালো, তাই না ?
আমারও তাই মনে হয়।
-
আচ্ছা বল তো-
তোকে ভুলি কি করে ?
লোকে বলে-- মাথায় চোট পেলে স্মৃতিভ্রংস হয়।
সেদিন লুকিয়ে লুকিয়ে-- মাথা-টা, ঠুকেও ছিলাম।
চোটও পেয়েছিলাম ; কপালটা ফুলে গেছিলো
মাথা থেকে, ফিনকি দিয়ে-- রক্তও ঝরেছিলো।
সকালে কি খেয়েছিলাম, সেটা ভুলে-ও গেছিলাম ;
কিন্তু কি আশ্চর্য্য, শুধু তোকে ভুলি নি।
-
কিছু জিনিস আছে--
মনে রাখতে চাইলেও, মনে থাকে না
আবার কিছু জিনিস আছে, ভুলতে চাইলেও
মন থেকে তাড়ানো যায় না।
-
তুই কি জানিস, এমন কেন হয় ?
-
এক কাজ কর, আমাকে তুই ব্যথা দে।
ভয়ঙ্কর এক ব্যথা। এমন ব্যথা---
যে তোকে আমি, ভীষণ ঘৃণা করবো।
-
তবে কি জানিস
তোর ব্যথাটা-ও; অন্যরকমের সুন্দর।
একটু বেশী ঝাল, একটু বেশী টক
কিন্তু হজম করতে পারলে--
হৃদয়টা কেমন, মিষ্টি মিষ্টি লাগে।
-
কি করি বলতো ?
তোকে ভুলতেও যন্ত্রণা, আর মনে রাখতেও যন্ত্রণা।
বুকে--
তোর গোলাপের গন্ধটাও আছে, আর তীক্ষ্ণ কাঁটা-টাও আছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: কি করি বলতো ?
তোকে ভুলতেও যন্ত্রণা, আর মনে রাখতেও যন্ত্রণা।
বুকে--
তোর গোলাপের গন্ধটাও আছে, আর তীক্ষ্ণ কাঁটা-টাও আছে।

দারুন।
++++

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার কবিতা পড়লাম চমৎকৃত হলাম। একগুচ্ছ শুভাশীষ রাখলাম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.