নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

ফরমালিনযুক্ত দেশপ্রেম আর কতদিন.!!

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০০

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশীরা দেশকে নিয়ে অনেক গর্ব করেন। বাইরে থেকে ফরমালিটি মেইনটেইন করে দেশপ্রেম বহুত করা যায়। ( হয়তবা অনেকে মন থেকে পজেটিভলি ভালবাসেন, দেশের জন্য কিছু করতে চান তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা )।
সত্যি বলতে দেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু গরিব মানুষের সততা, আর কিছু মধ্যবিত্ত পরিবারের বেচে থাকার অভিনয় করা ছাড়া এই দেশে কিছুই অবশিষ্ট নেই।
সত্যিই সবকিছু নষ্টদের হাতে চলে গেছে। ধর্ষন, হত্যা, গুম, বেকারত্বের কারনে আত্মহত্যার খবরে আমাদের আর মন খারাপ হয় ‍না। চোখের সামনে অন্যায় করতে দেখলেও প্রতিবাদ করতে ইচ্ছে করে না।
শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে, সবাই দেশপ্রেম দেখালেও দেশ ছাড়ার সুযোগ পেলে কেউই তা হাতছাড়া করতে রাজি না।
প্রাইমারিতে এসেম্বলি করার সময় প্রতিদিনই যে দেশপ্রেমের গান গাইতাম সেটা এখন শুধুই অভিনয়ে পরিনত হয়েছে বাস্তবে তার কোন অস্তিত্বই নেই।

চরমতম আশাবাদী ছেলেটাও এইদেশে হতাশাগ্রস্থ হয়ে পরে যখন দেখে কোটা প্রথার প্যাচে পরে তার চেয়ে অত্যন্ত নীচু মানের মেধার ছেলেটাও চাকরি পেয়ে যায়, অথচ তার দেশ তার মেধার কোন মূল্যই দিতে পারছে না।
আপনার ধ্যর্য তখন আর কাজ করবে না যখন নিজের চোখের সামনে নিকটজনকে হত্যা/ ধর্ষনের পরেও কোন বিচারের নিশ্চয়তা পাবেন না।
আপনার নীতিকথা শুধুই পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকবে যখন দেখবেন ঘুষ না দেয়ার কারনে কোন সরকারি অফিসে আপনার ফাইল সই হচ্ছে না।
সবার জন্য আইনের সমান ত্বত্ত আপনার কোন কাজেই আসবে না যখন আপনার পরিবারের কাউকে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ তুলে নিয়ে যাবে অথচ আপনাকে তার কোন উপযুক্ত কারন জানতে দেয়া হবে না।

সবকিছুর পরেও এইদেশের মাটিতে জন্ম নিয়েছি বলে সহজাত প্রবৃত্তি হিসেবেই মন থেকে চাই যেন আল্লাহ আমাদের দেশের মানুষকে অতিদ্রুতই হেদায়েত দান করেন। এখনো এমন একটা দেশের আশায় আছি যেখানে সততা, মেধা, সরলতা, বিশ্বস্ততাই হবে জাতি হিসেবে আমাদের গর্ব করার বিষয়।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

ফাহিম আবু বলেছেন: প্রতিটি কথাই সত্য !! জানি না জাতী এই অনাচার ও অবৈধ সরকার থেকে কখন মুক্তি পাবে !

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

মুসাফির নামা বলেছেন: পুরোই একমত।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

সোজোন বাদিয়া বলেছেন: কবে যে ভাই আপনার আশা ফলবতী হবে! সেই অপেক্ষায় থাকা ছাড়া আর করার বা কী আছে? যত দিন তারা ক্ষমতা না ছাড়ে ততদিন তো আর মানুষ তাদের নামাইতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.