নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

আমার জীবন থেকে তোমার চলে যাওয়াটা দরকার ছিল

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪

তুমি যখন ছিলে আমি তোমাকে পেয়েছিলাম কিন্তু ভালোবাসতে পারিনি। সারাক্ষণই মনে হয়েছিল তোমাকে আর নতুন করে পাবার কী আছে ! ‘ তুমি তো আছোই’ এই নিশ্চিন্ত বাক্যটি আমাকে, তোমাকে ভালবাসতে দেয়নি।
সমুদ্র পাড়ের মানুষ গুলোকে দেখবে সমুদ্রে নামে না। সারাক্ষণ চোখের ভিউতে সমুদ্র থাকলে সেটা এক সময় নর্দমায় পরিণত হয়। ‘তাকালেই তোমাকে দেখা যাবে’ এই নিশ্চিন্ত বাক্যটি তোমার প্রতি আমার মুগ্ধতা কেড়ে নিয়েছে!
তোমার মনে আছে প্রথম প্রথম কেমন হা করে তাকিয়ে থাকতাম আমি ? সারাক্ষণ তোমাকে দেখে দেখে আমার সেই ‘হা’ করা মুখটা স্বাভাবিক হয়ে গেল

তুমি যখন ছিলে তখন তোমাকে না পাওয়ার কষ্ট ছিল না। তোমাকে ভালোবাসার জন্য এই কষ্টটা আমার দরকার ছিল। খুব দরকার ছিল।
তুমি চলে যাবার পর আমি দিনরাত তোমার কথা ভেবেছি। না খেয়ে না ঘুমিয়ে নিজেকে কষ্ট দিয়ে অভিমান করে নালিশ করেছি অনেক। আমার এই আবেগটা এতকাল কই ছিল !!
আমার জীবনে তোমার চলে যাওয়াটা দরকার ছিল। যারা তোমাকে পাবে তারা ভালোবাসা পাবে না। যারা ভালোবাসা পাবে তারা তোমাকে পাবে না। আমি বরাবরই ভালোবাসার কাঙ্গাল।
এই একটা জিনিস বুঝতে আমার অনেক সময় লেগেছে - মানুষটাকে চাইলে ভালোবাসা হারাতে হবে। আর ভালবাসা' চাইলে মানুষটাকে হারাতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৮

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: জটিল প্রেমের কবিতা।

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: জটিল প্রেমের কবিতা।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫২

কানিজ রিনা বলেছেন: মক্কার লোক হজ পায়না। দুরের মানুষ সাগর
ভালবাসে কাছের মানুষ অভক্তিতে দেখে।
কিন্তু জীবন আলাদা সংশার সন্তানাদি কখনও
অভক্তি হতে পারেনা। ত্যাগের পবিত্র দায়ীত্বই
ভালবাসার স্রোত বয়ে আনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.