নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

জিবনে প্রথমবার বুঝেছিলাম যে, সব কৌতুহল মেটানোর চেষ্টা করা উচিত নয়।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

এক অফিস কলিগ বেশকিছু দিন যাবৎ তার এক মামাতো বোনের জন্য আমাকে পছন্দ করে রেখেছে। সে প্রায়ই আমাকে বলে আমি যেন একদিন তার মামাতো বোনটাকে দেখতে যাই। আমি যদিও এখন বিয়ে শাদি নিয়ে মোটেও ভাবছি না, তবুও কেউ যদি কোন মেয়েকে দেখাবে বলে অফার করে হার্টের গতি কেমন জানি বেড়ে যায়। আমি উপরে উপরে ইগনোর করলে ঐ মেয়েটাকে একবার দেখার জন্য ভিতরে ভিতরে ঠিকই একটা কৌতুহল কাজ করছিল। তবুও, কলিগকে ব্যস্ততার অজুহাতে প্রায় ৬ মাস ধরে যাব যাব বলে অপেক্ষায় রাখছি।
একদিন সে বলল, ভাই মামাতো বোনকে দেখতে সামনের সপ্তাহে পাত্রপক্ষ আসার কথা। আপনাকে অনেকটাই কাছে থেকে চিনি এবং ভাল জানি তাই বলছিলাম আজকে সন্ধায় যদি আমার সাথে আসতেন তবে ভাল হইতো। আপনার ভাবিকে সব বলে রেখেছি, সে সবকিছু ম্যানেজ করবে আপনি কোন টেনশন করবেন না।
আমি ভাবলাম, এত করে যেহেতু বলছে আর আমারও কৌতুহল মেটানোর শেষ সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। অফিস শেষে কলিগ নিয়ে গেল উনার বাসায়। আমার যদিও এই বাসায় আগে দুই /এক বার আসা হয়েছিল, কিন্তুু এবার কেন জানি কিছুটা ভয়, কিছুটা কৌতুহল মিশ্রিত অনুভুতি হচ্ছিল।

আমি ড্রয়িং রুমে চুপচাপ বসে আছি যেন মহাশুন্যের সমস্ত নিরবতা আমাকে আচ্ছাদিত করে রেখেছে। পাশেই কলিগ, তার মা, বড় বোন সবাই বসে আমাকে দেখছে। সামনের বা'পাশের একটা চেয়ারে পাত্রি বসে আছে অনেকটা লাজুক ভঙ্গিতে। আমি পুরো ১ ঘন্টার মধ্যে একবারই তার দিকে তাকিয়েছিলাম। আমাকে অনুরোধ করা হল, যদি আমাদের কোন ব্যক্তিগত কথা থাকে তবে যেন আমরা পাশের রুমে গিয়ে আলোচনা করি। আমি রিতিমত থতমত হয়ে বললাম যে, কি যে বলেন, ব্যক্তিগত কথা আর কি? আমরা সবাই তো এখানেই কথা বলছি। অনেক কথার ফাকে কেউ একজন হঠাৎ প্রশ্ন করলো, পাত্রি পছন্দ হয়েছে কিনা? একদম সরাসরি এমন প্রশ্নের উত্তর কেমন করে দিতে হয় আমি জানি না। আমিতো শুধু কৌতুহল মেটাতে গিয়েছিলাম। কিন্তুু অল্প সময়েই বুঝলাম যে, আমাকে ঘিরে তাদেরই বেশি কৌতুহল কাজ করছে। একাধিকবার একই প্রশ্ন, "মেয়ে পছন্দ হয়েছে কিনা"? আমি অনেকটা বিষন্ন হয়ে ভাবছি এই প্রশ্নটার কি কোন উত্তর হতে পারে?
যদি বলি হয়েছে তবে, কোরবানি নিশ্চিত! যদি বলি হয়নি এটা চরম পযার্য়ের অভদ্রতা হবে। আমি অামার কলিগের কানে কানে অভিবাকদের সাথে আলোচনা করে পরে জানাবো বলে সেই যাত্রায় বেচেঁ ফিরি।

জিবনে প্রথমবার বুঝেছিলাম যে, সব কৌতুহল মেটানোর চেষ্টা করা উচিত নয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

ইমরান আশফাক বলেছেন: হুমম, ভালোই অভিজ্ঞতা হলো আপনার।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিয়ের ইচ্ছা না থাকলে আপনার যাওয়াই উচিত হয়নি।

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

বিবর্ন সভ্যতা বলেছেন: ভাই, ইচ্ছে তো ছিল না তাই যেতে চাইনি। কিন্তুু কলিগের জুরাজুরিতে আর না গিয়ে পারলাম না।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভেবে চিন্তে কাজ করাই ভাল

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: পরের ঘটনাটা তো আর বললেন না :-B

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

বিবর্ন সভ্যতা বলেছেন: পরে আর কি? আমি অভিবাবককে জানাব বলেেএক দৌড়ে চলে আসি। পরে শুনলাম ঐ মেয়ের নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, এখন ভালই স্বামী সংসার করছে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০

কলাবাগান১ বলেছেন: মেয়েমানুষ কি ফ্ল্যাট নাকি যে পছন্দ হলে কিনবেন আর পছন্দ না হলে কিনবেন না!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

বিবর্ন সভ্যতা বলেছেন: মেয়েদের কি চোখ বন্ধ করে কিনতে হয়। ভাল মন্দ সব জায়গাতে যাচাই বাচাই করতে হয়।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আলোচনা করে কি সিন্ধান্ত নিলেন সেটাই ত জানালেন না !
আপ্নে মিয়া পুরাই বদ

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২০

সামান্য বাস্তবিক বলেছেন: পরের ঘটনা কোথায় ভাই? বাকিটুকু কি ইতিহাসঃ হয়ে গেছে?

।তবে অভিজ্ঞতাটা আর যাই হোক আপনাকে দ্বিতীয়বার ভোগান্তিতে ফেলা সম্ভব নয়

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

ঢাকাবাসী বলেছেন: আপনি খুব দুর্বল চিত্তের সিদ্ধান্তহীনতায় ভোগা লোক, ওখানে যাওটাই আপনার ভুল, খুব অন্যায় হয়েছে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

বুক ওয়ার্ম বলেছেন:
পরে আপনি বিয়ে করছেন?

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

বিবর্ন সভ্যতা বলেছেন: অল্প কিছুদিন পরই উনার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যায়। শুনলাম এখন নাকি সুখে সংসার করতেছে। B-)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

পলাশমিঞা বলেছেন: এটা আসলে মারাত্মক অপমান হয়। ভদ্রঘরের মেয়ে দেখে পছন্দ হয়নি বলে কেটে পড়া কিন্তু অভদ্রতা।
সবার বইন ভাগনি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.