নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

অন্যদের ভোদাই ভাবা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবুন।

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০

এক সেলুনে এক ভদ্রলোক চুল কাটাচ্ছিলেন। নাপিত ব্যাটা তাঁকে ফিসফিস করে বললো, " ঐ যে পিচ্চি পোলাডা আছে, ঐডার মতন ভোদাই আর নাই। "

ভদ্রলোকের সামনেই নাপিত পকেট থেকে একটা পাঁচ
টাকার নোট আর একটা একটাকার কয়েন বের করে ছেলেটিকে ডাকলো, " ঐ পিচ্চি, কোনডা নিবি "??
ছেলেটি এক টাকার কয়েন বেছে নিল।

নাপিত হাসতে হাসতে ভদ্রলোককে বললো, "দেখছেন কারবারডা!! ভোদাইডা কখনোই শিখে না! "

ভদ্রলোক কাজ শেষ করে সেলুন থেকে বের হয়ে দেখলেন ছেলেটা আইসক্রিম খাচ্ছে। তাঁকে গিয়ে জিজ্ঞেস করলেন, " এই পোলা! তুই প্রত্যেকদিন পাঁচ টাকা থুইয়া এক টাকার কয়েন নেস কেন? ছেলেটা আইসক্রিম খেতে খেতে জবাব দিল, "কারন, যেইদিন আমি পাঁচ টেকা নিমু, সেইদিনই এই খেলা শেষ হইয়া যাইবো "। আপনি যাদের বোকা ভেবে ফায়দা নিতে চাচ্ছেন, তারাই আপনাকে বোকা প্রমানিত করবে। সুতরাং অপরকে নিয়ে উপহাস করার চেয়ে নিজের সম্পর্কে আরো জানুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আমি খুব বোকা। প্রতিটা মানুষ আমাকে ঠকায়। জীবন ভর ঠকেই গেলাম।

২| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Old one.

৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: এইটা আসলে চার্লি চ্যাপলিনের ঘটনা, বাঙ্গালি নিজে একটা সেলুন ভার্সন বের করে নিলো!!

৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাচ্চার স্হানে আপনি থাকলে, ১ম বারই ৫ টাকা নিয়ে বসে থাকতেন

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

কিশোর মাইনু বলেছেন: হো হো।।।
ধাইন্যা মরিচ না দেখি।

তবে লেসন টা দরকারী। কখনোই কাউকে আন্ডারস্টিমেট করা ঠিক না।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৩

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার জবাব!

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজারতো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.