নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ রায়হান

রাশেদ রায়হান › বিস্তারিত পোস্টঃ

আশা করি, ধৈর্য ধরে পড়বেন

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬

আমার পিতা। নাম মোহাঃ মহাতাব উদ্দীন। তিনি তার পেশাগত জীবন কাটিয়েছেন শিক্ষকতা করে। আমাদের এলাকার শতকরা ৯০ ভাগ উচ্চ শিক্ষিতদের পড়াশোনা আর আদর্শ জীবনযাপনের হাতেখড়ি তার হাতেই। জীবনের একটা বড় সময় তিনি কাটিয়েছেন সাহিত্য চর্চা করে। এখনো করছেন। তার রচিত গান এক সময় খুলনা বেতারে সম্প্রচার হতো। আমাদের এলাকার প্রতিষ্ঠিত একজন শিল্পী তার গান দিয়ে একটি আঞ্চলিক অ্যালবামও করেছিলেন। আমার ক্ষুদ্র মেধায় তার লেখনির মূল্যায়ন করা সাধ্যের বাইরে। তারপরও আমি তরে বিভিন্ন লেখা সময় করে পড়ে দেখার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, সেগুলো যথেষ্ঠ মানসম্পন্ন। আমি খেয়াল করেছি, বাংলাদেশের অনেক নামিদামী শিল্পীরা দেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন লোকগান সংগ্রহ করার জন্যে। আমি চাই, আমার বাবার লেখা গানগুলো এমন কারো হাতে তুলে দিতে যিনি গানগুলোর যথাযোগ্য মূল্যায়ন করতে পারবেন; সুর ও সংগীত আয়োজন করে ছড়িয়ে দিতে পারবেন নতুন প্রজন্মের কাছে। কিন্তু এটা কীভাবে করা যায় তার উপায় আমার জানা নেই। তা্ই এ ব্যাপারে যদি কেউ মতামত দেন তাহলে কৃতার্থ হব।

অনেক আগের তার লেখা একটা উপদেশ বাণী এখনো আমার কানে বাজে। আশা করি, সকলের ভালো লাগবে।

সত্যের পূজারী হয়ে,
একনিষ্ঠ সাধনা লয়ে,
সামনের দিকে চলিবে,
পাহাড় সম বাঁধার রাশি,
তিমির সম দুঃখের নিশি
মোমের মত জ্বলিবে।
সে আলোয় আলো পাবে,
সকল আঁধার দূরে যাবে,
প্রভাতী কথা কহিবে।
কুসুমকলি হেসে হেসে,
বাতাসে ওরা ভেসে ভেসে-
তোমারেই ভালবাসিবে।

...................... মোহাঃ মহাতাব উদ্দীন

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: উনার প্রতি রইলো শ্রদ্ধা।

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪০

গাজী বুরহান বলেছেন: অনেক অনেক শুভ কামনা

৩| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইল। আশা করছি তার লিখা আগামীতে কোন মিউজিক বা কবিতা আবৃত্তির এ্যলবামে পাবো। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.