নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ রায়হান

রাশেদ রায়হান › বিস্তারিত পোস্টঃ

মোদের অহংকার

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

চৈত্র মাসের শেষ বিকেলে
নেইকো কারোর ঘুম,
রাত পোহালেই নতুন বছর
লাগবে মেলার ধুম।
সকাল বেলা পানতা ভাতে
থাকেব ইলিশ ভাজা,
তারি সাথে ভর্তা নানান
মরিচ ক’টি তাজা।
সাজগোজটা এমন হবে-
ভাব বাঙালি বাবু,
চাল-চলনে ললনারা
হতেই হবে কাবু।
সকাল বেলায় বটের ছায়ায়,
বিকেল টানে মেলা,
পাতার বাঁশি, নাগরদোলা,
আরো কত খেলা!
সন্ধ্যা কাটবে রমনা পার্কে
নয়তো কোনো বারে,
মদের সরায় আসবে জোয়ার
কে আটকাতে পারে?
রাতভর হবে নষ্টামি আর
নষ্ট যত খেলা,
শেষ হবে সব, যখনে আবার
আসবে নতুন বেলা।
এমনি মোরা একটি দিনের
রহিম,করিম সাব,
পাঞ্জাবী আর পায়জামাতে
দেখায় বাঙাল ভাব!
বৈশাখ কিবা নববর্ষ
আর কিছুতো নয়,
ইতিহাস আর ঐতিহ্যে
বাঙালির পরিচয়।
নষ্ট হতে দিই কী করে
ইতিহাস বাংলার?
আগলে রাখবো যতন করে
মোদের অহংকার।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাল লাগলো......

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর হইছে অনেক।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

রাসেল উদ্দীন বলেছেন: চমৎকার হয়েছে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

তারেক ফাহিম বলেছেন: সুন্দর লিখছেন

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি ++
বেশ ভালো লাগলো

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১

ধ্রুবক আলো বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইলো।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

করুণাধারা বলেছেন:
ছড়া ছবি দুইই ভাল হয়েছে।
শুভ নববর্ষ।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২

অতঃপর হৃদয় বলেছেন: ভালো ছিল।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

শাহাদাত হোসাইন সুজন বলেছেন: ভালো লাগলো

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

রাশেদ রায়হান বলেছেন: ধন্যবাদ সকলকে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.