![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম রাশেদুল হাসান। বাড়ী নরসিংদী জেলার পলাশ থানা। আমাকে নিয়ে আমার লেখা পিচ্চি কালের একটা ছড়া দিয়ে আমার পরিচয় দিবো।
জন্ম হলো আমার এপ্রিল মাসে
ছেলে বলে মোর বাবা উঠল হেসে।
মিষ্টির রস ভঁরা সারা বাড়ী
তখন ছিল মোর বাবার টাকা কারিকারি।
এই চার লাইন শুধু মনে আছে, বাকিটা মনে নেই। আমি পড়ালেখা করেছি কিছু,আর কিছু বাকি। আম্মু কে দেখি সেই ছোটবেলা থেকে লেখালেখি করে। আমার ও সাধ জাগে দেখি তো কিছু পারি নাকি? তাই এখানে আসা, আশা করি আমাকে বড় বড় লেখকরা সাহায্য করবে।
এবার প্রথমে আমি লেখা পড়ব, তারপর লিখতে শুরু করবো। সবার সাথে পরিচিত হব।
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম রাসেদুর ইসলাম!