![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
'নাস্তিক' শব্দের অর্থ ঈশ্বর বিশ্বাসহীন।
নাস্তিকরা ধর্মগ্রন্থ আস্তিকদের মত সাজিয়ে না রেখে পড়ে। তাই এর ভুলভ্রান্তি সম্বন্ধে ওয়াকিবহাল। বিজ্ঞানের আবিষ্কার সমূহের লব্ধ জ্ঞান থেকে সে দৃঢ় প্রত্যয়ে ঘোষণা করে বিশ্বে ঈশ্বর ও অলৌকিকের কোন অস্তিত্ব নেই।
কিন্তু জাগতিক বিশ্বের সকল প্রশ্নের জবাব ঈশ্বরের থাকা-না থাকার উপর নির্ভর করেনা।
তাই নাস্তিকতা একটি খন্ডিত দর্শন। কিন্তু সমকালীন যুক্তিবাদ একটি চির আধুনিক সামগ্রিক দর্শন। এর দ্বারা মানবমন তথা মানবসমাজ কে আন্দোলিত করা সকল কিছুর ব্যাখ্যা করা সম্ভব।
তাই কোন নাস্তিক সংগঠনের কার্যক্রম শুধুমাত্র নাস্তিকতার প্রচার ও গডম্যান ধরার ভিতর সীমাবদ্ধ।
কিন্তু শোষিত জনগণের চেতনাকে উন্নত করে তাদের ন্যায্য অধিকার যা থেকে রাষ্ট্রশক্তি তাকে বঞ্চিত করছে সে বিষয়ে সচেতন করতে তারা নারাজ। কারণ এরা ফান্ডেড এন.জি.ও।
প্রবীর ঘোষ শুধু নাস্তিক নন। তিনি যুক্তিবাদী। তাই তিনি 'অলৌকিক নয় লৌকিক' ও 'আমি কেন ঈশ্বরে বিশ্বাস করিনা' লিখেই থামেননি।
লিখেছেন 'সংস্কৃতি সংঘর্ষ ও নির্মাণ', 'স্বাধীনতার পরে ভারতের জ্বলন্ত সমস্যা' থেকে 'গেরিলা যুদ্ধের A to Z' এর মত বিভিন্ন বই রাষ্ট্রকে জানতে যা অবশ্যপাঠ্য।
©somewhere in net ltd.