![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আবার একটি বিশাল যুদ্ধের সম্মুখীন হয়েছি।
গত পুরভোটে লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এবং নন্দিনী মিত্র।
অনেকেই মনে করছেন, এটা অসম যুদ্ধ। তাই আমাদের পরাজয় নিশ্চিত।
তাদের মনে করাতে চাই যুক্তিবাদী সমিতি তার জন্মকাল থেকেই "জায়েন্ট কিলার"। সত্য সাঁই বাবা, পোপের পর দ্বিতীয় ক্ষমতাবান মরিস সেরুল, ফেইথ হিলার গ্যালার্দো, রেইকি মাস্টার ক্লাইভ হ্যারিস, বাংলাদেশের অসীম ক্ষমতাশালী হুজুর সাইদাবাদী কে আমরাই পরাজিত করেছি।
মনিকা বেসরা কে কেন্দ্র করে মাদার টেরেসা কে সেন্ট উপাধি দেওয়া আটকাতে সক্ষম হয়েছি আমরা। ভারতের ডান বাম সকল রাজনৈতিক দল বলেছিল, আমরা ২০ বছর চেষ্টা করলেও সরকারী ফর্মে ধর্ম কলামে "মানবতা" লেখার অধিকার অর্জন করতে পারবনা। কিন্তু আমাদের শাখা সংগঠন হিউম্যানিসটস অ্যাসোসিয়েশন সরাসরি UNO এর সাথে যোগাযোগ করে মাত্র ৩ মাসেই জয় ছিনিয়ে এনেছিল। ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন ডেকে প্রথম ৫২ জন যাঁরা ‘হিউম্যানিজম’ ধর্মকে গ্রহণ করেছে, তাঁদের নামের তালিকা তুলে দি।
এরকম আরো বহু ঐতিহাসিক জয় লাভ করেছি আমরা।
এসব ই ছিল অসম্ভব কঠিন অসম লড়াই।
তবুও আমরা প্রতিটা ক্ষেত্রে জয়ী হয়েছিলাম। কারণ মানুষ আমাদের পাশে ছিল।
ভরসা রাখুন, পাশে থাকুন। জয় আমাদের হবেই।
©somewhere in net ltd.