![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
'অলৌকিক নয় লৌকিক(5টি খন্ড),' 'আমি কেন ঈশ্বরে বিশ্বাস করিনা' প্রবীর ঘোষের অন্যতম সেরা বই।
আমার মুক্তমনা বন্ধুদের অনেকেই এগুলি পড়েছেন।
অনেকেই এসকল বইয়ের অংশ বিশেষ তুলে সুন্দর পোস্ট করেন।
কিন্তু, যুক্তিবাদী আন্দোলন যার মূল লক্ষ্য হল শোষণহীন সাম্যের সমাজ গড়ে তোলা, কখনোই শুধুমাত্র ঈশ্বর ও অলৌকিকতার বিরোধীতার মধ্যে সীমাবদ্ধ নয়।
তাই রাষ্ট্র চরিত্র বুঝে যুক্তিবাদী সাংস্কৃতিক আন্দোলন কে গতিশীল করতে তার লেখা পরবর্তী স্তরের বইগুলি আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে।
তাই মুক্তমনা বন্ধুদের উপরোক্ত বইয়ের সাথে 'সংস্কৃতি: সংঘর্ষ ও নির্মাণ', 'স্বাধীনতার পরে ভারতের জ্বলন্ত সমস্যা', 'কাশ্মীরে আজাদির লড়াই: একটি ঐতিহাসিক দলিল', 'প্রসঙ্গ সন্ত্রাস এবং', 'গেরিলা যুদ্ধের A to Z' বইগুলিও পড়ার অনুরোধ করছি।
প্রকৃতপক্ষে, প্রথম স্তরের বইগুলি পড়লে আপনি কট্টর নাস্তিক হতে পারবেন।
কিন্তু, একজন সমাজসচেতন যুক্তিবাদী আন্দোলনের কর্মী হতে গেলে শেষোক্ত বইগুলির কোন বিকল্প নেই।
©somewhere in net ltd.