![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
আজ সীমা ঘোষের কথা হোক।
-তিনি প্রবীর ঘোষের স্ত্রী। তিনি তো কোন বই লেখেননি। তাহলে তার কথা কেন?
-এমনি ইচ্ছে হল, আমার উপলব্ধি জানাব।
1968 সাল। আপনাদের যৌথজীবন শুরু হল। অভাব ছিল। কিন্তু আরো বেশি করে ছিল অনিশ্চয়তা। কারণ তিনি প্রবীর ঘোষ। তিনি যে বাড়ি ফিরবেনই এমন নিশ্চয়তা ছিলনা।
বিভিন্ন সময় নানা হোটেলে আপনারা রাত কাটিয়েছেন। পুলিশ রেড করলে সাথে থাকা ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করতে হত আপনি বেশ্যা নন। কোন মেয়ে মেনে নিতনা। আপনি নিয়েছেন।
গভীর রাতে হাত দেখিয়ে ট্রাক থামিয়ে আপনারা দুজন গন্তব্যস্থলে পাড়ি দিয়েছেন। মাঝরাতে কোন মেয়েরা এভাবে ট্রাক থামায় আপনি জানতেন। তবু হাসি মুখে করেছেন। তা কী শুধুই ব্যক্তি প্রবীরের প্রতি ভালবাসা? ঐ মানুষটির আদর্শ কী আপনাকে কখনোই টানেনি?
নিয়মিত স্টাডিক্লাসে এই অসুস্থ শরীরেও এতজনের জন্য আপনি চা করেন। কখনো আপনার মনে হয়না এই উটকো ঝামেলা কেন সইব।
গত সপ্তাহে খুব গরম। আপনাদের বেডরুমে এসি আছে। আপনি আমাদের বসতে দিয়ে পাশের ঘরে চলে গেলেন।
প্রবীর দা বড় মানুষ, আন্দোলনঅন্ত প্রাণ।
কিন্তু, অন্যদের মত আবদারের ফিরিস্তি মেলে ধরলে তিনিও এত সহজে প্রবীর ঘোষ হতে পারতেন কী?
©somewhere in net ltd.