নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায়চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায়চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সৎপথে থাকার জন্যে মানুষের কোন ধর্ম বিশ্বাসের প্রয়োজন নেই

২৬ শে মে, ২০১৫ রাত ১২:০৪

স্বামী ঘুটঘুটানন্দ: ধর্ম বিশ্বাস মানুষ কে সৎ পথে থাকতে সাহায্য করে। ঈশ্বর পাপ দেবেন এই চিন্তাই মানুষ কে অন্যায় থেকে দূরে রাখে।

আল্লারাখা খান: ঠিকই বলেছেন ভাইজান। আগে মানুষের আল্লার উপর বিশ্বাস ছিল তাই দেশে শান্তি ছিল। ক্ষেতে ফসল, পুকুরে মাছ ভর্তি ছিল। এখন এইসব নাস্তিকদের জন্যে লোকের মনে বিশ্বাস কমেছে। তাই আল্লার গজবে দেশে মহামারি ঘটছে।

বিশপ ক্রিস্টোফার: অ্যাবসলুটলি ট্রু ! প্রভু যীশু আমাদের শিখিয়েছিলেন আমরা ঈশ্বরের সন্তান। তাই তখন মানুষ মানুষ কে ভালবাসত। তারপর ঐ ডেভিল ডারউইন সবাইকে বোঝাল মানুষ বাঁদরের সন্তান। সেই থেকে মানুষের মনে পাপ ঢুকল। তারা প্রভু যীশুর প্রেমের বাণী ভুলে একে অপরকে হিংসা করতে শুরু করল।

স্বামী ঘুটঘুটানন্দ: একদম ঠিক। নাস্তিক রাই এই সমাজের অবক্ষয়ের জন্যে দায়ী। এদের ধ্বংস করতেই হবে...

গাবলু: স্বামীজি, কোনো ঈশ্বর বিশ্বাসই মানুষ কে পাপ করা থেকে বিরত করতে পারবে না। কারণ, সব ধর্ম গ্রন্থেই আছে তার ঈশ্বর কে "তুষ্ট" করে পাপ থেকে মুক্তি পেয়ে অনন্ত স্বর্গবাস বা বেহেস্তে হুর দের সাথে অবাধ যৌন সংসর্গ করার বিধান।

গুজরাটের দাঙ্গাতে যে সকল বানর সেনা জয় রাম বলতে বলতে গর্ভবতী নারী কে ধর্ষণ করে তার পেট চিরে ভ্রুণ বের করে তরওয়ালের ডগায় নাচিয়েছিল তারা কিন্তু রামচন্দ্রের উপর অগাধ আস্থা থেকেই তা করেছিল।

পেশোয়ারে যারা নিরীহ শিশুদের হত্যা করেছিল তারাও নিশ্চিত জানত তারা জীবিত ফিরবেনা। কিন্তু বেহেস্তে তাদের আসন পাকা।
আর ফাদার আপনাদের কথা আর কি বলব। ব্রুনো থেকে গ্যালিলিও, কোপারনিকাস থেকে ডারউইন বিজ্ঞানী দের নির্যাতন করায় আপনারা তো বিশ্ব রেকর্ড করেছেন। শুধু মধ্যযুগে আপনারা যতো জনকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরেছেন তা কোনো সুস্থ মানুষ তো কল্পনাই করতে পারবে না।

আসলে, আপনারা সবাই আপনাদের ঈশ্বর কে তুষ্ট করতে যে সব কাজ নির্দ্বিধায় করতে পারেন কোনো নাস্তিক স্বপ্নেও সে কথা চিন্তা করতে পারবেনা।

সৎপথে থাকার জন্যে মানুষের কোন ধর্ম বিশ্বাসের প্রয়োজন নেই। শুধু মাত্র মানবতাবাদী চিন্তার প্রয়োজন যা দিতে পারে একমাত্র যুক্তিবাদ।
শুধুই যুক্তিবাদ !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.