![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
গাবলুঃ আচ্ছা, ধর্ম শব্দের অর্থ কী?
স্বামী ধর্মানন্দঃ বৎস গাবলু, ধর্মের অর্থ যা ধারণ করে। মানুষের ভিতর মানবিক মূল্যবোধ বাঁচিয়ে রেখে যা সমাজকে রক্ষা করছে তাই ধর্ম।
মৌলবি ইমানুল্লাঃ সচ্ বাত ! আল্লা রসুলের উপর ভরোসা রাখলে তবেই ইমান ঠিক থাকবে। নিজের কৌমের লোকেদের ভিতর ভাইচারা বাড়াতে পারলে তবেই তো আল্লার এই জাহান থাকবে।
বিশপ ক্রিস্টোফারঃ ভেরি ট্রু ! অনলি গড ক্যান সেভ আস ফ্রম ইটারনাল সিন।
এথিস্টস পিপল ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ মোরালিটি। দে ক্যান হ্যাভ সেক্স ইভেন উইথ দেয়ার মাদার !!!
গাবলুঃ হাসালেন কর্তারা !
ধর্মের ইতিহাসই তো নিরীহ মানুষের রক্তে লেখা। সেখানে ভালবাসা, মানবিকতা, মূল্যবোধের স্থান কোথায় ?
প্রাচীনকালে বৈদান্তিকরা নির্বিচারে বৌদ্ধ, জৈনদের হত্যা করেছে। ক্রুসেডে মুসলিম আর খ্রিষ্টানরা কাটাকাটি করে মরেছে।
সাম্প্রদায়িক দাঙ্গা গুলিতে "ধার্মিকরা" শুধুই মেরেছে। আর তাদের হাতে অত্যাচারিত, ধর্ষিত, নিহত
হয়েছে মানবতাবাদ।
যুগ যুগ ধরে রক্তাক্ত, জ্বলন্ত শবদেহ কে যা ধারণ করে রেখেছে তাই হল ধর্ম !!!
©somewhere in net ltd.