![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
মৌলবী: আইজকাল দ্যাশে যে এত ধর্ষণ বাড়ছে তার জন্যি ঐ মাইয়াগুলান ই দায়ী |
আরে তোরা মাইয়ামানুষ, আমাদের খুশি করার লাইগ্গা আল্লা তগো সৃষ্টি করসে | তগো কাজ হইল ঘর সামলানো, বাচ্চার জন্ম দেওয়া |
তা না কইরা তোরা এখন মেম সাইজ্জা বুক দেখাইয়া আপিস যাইতাছস | তোদের সর্বনাশ হইব না তো হইব কার !!!
কই আগে তো এত ধর্ষণ ছিলনা | আগেকার মাইয়ারা বোরখা পইরা ঘরে থাকত তাই কিছুই হইত না |
গাবলু: আরে কন কি মিঞা, বোরখা আমাদের দ্যাশের পোশাক কবে থিক্যা হইল ?
'47 এর আগে তো বোরখা প্রায় দেখাই যাইতনা |
"মহেশ" গল্পে গফুরের মাইয়া আমিনা বাপের কাজে হাত লাগাইত |
আর "রস"-এ মোতি মিঞার বিবিরা গুড় বেচত | আর ধান রোয়া থেকে ধান ভানা সব কাজই তো মাইয়ারাই করত |
আর তাছাড়া মুক্তিযুদ্ধের কথাই বা ক্যামনে ভুলতাছেন ?
আপনাগো পেয়ারের হানাদার বাহিনীর সাথে যুদ্ধে কি শুধু পুরুষমানুষ গুলান গেসল ? আমাদের মা-বোনেরাও রাইফেল হাতে সমান ভাবে লড়েছিল |
তা বোরখা পইরা কি আর রাইফেল চালানো যায় মৌলবী সাহেব !!!
©somewhere in net ltd.