![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
কলঙ্কিত ফুটবল বিশ্ব।
দুর্নীতির অভিযোগে ভোরবেলায় হোটেলের রুম থেকে ফিফার ৯ জন উচ্চপদস্থ আধিকারিক কে গ্রেপ্তার করল সুইজারল্যান্ড পুলিশ।
সম্প্রতি ভোটে জিতে ৫ম বারের জন্য সভাপতি নির্বাচিত হলেও সন্দেহের উর্দ্ধে নন স্বয়ং শেপ ব্লাটার।
ফিফার ন্যায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা দুর্নীতির সাথে যুক্ত শুনে অনেকেই হতবাক হয়েছেন।
কিন্তু আমি হইনি।
চলুন স্মৃতির সরণি বেয়ে ৫ বছর পিছিয়ে যাই।
২০১০ এর ১১ জুলাই।
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব।
ফাইনালে মুখোমুখি স্পেন ও হল্যান্ড। কিন্তু জনপ্রিয়তায় সকল তারকাকে পিছনে ফেলে ধুন্ধুমার বাধিয়েছে অক্টোপাস পল।
তার অলৌকিক(!) ক্ষমতায় সে এপর্যন্ত প্রতিটা ম্যাচেই বিজয়ীর নাম আগাম জানিয়ে দিয়েছে।
মেগা ফাইনালে কী হবে? সবার চোখ তারই দিকে।
ভারতে কেস আরো জটিল। পলের দেখাদেখি ষাঁড়, তোতা সবাই ভবিষ্যদ্বাণী(!) শুরু করে দিয়েছে।
এমতাবস্থায় স্টার নিউজে রাত ৯ টা থেকে ১ ঘন্টার লাইভ অনুষ্ঠান শুরু হল: জানোয়ার বড়া ইয়া জ্যোতিষ।
উপস্থিত ছিলেন দেশের সব বিখ্যাত(!) জ্যোতিষীবৃন্দ। বিপক্ষে ছিলেন নামী বিজ্ঞানকর্মীরা এবং অবশ্যই যুক্তিবাদী সমিতির
প্রেসিডেণ্ট প্রবীর ঘোষ।
প্রথমেই জ্যোতিষীরা প্রায় প্রমাণ করে ছাড়লেন, যে যুগে যুগে ঈশ্বর জীবজন্তুর রূপে অবতার হয়ে পৃথিবীতে এসেছেন।
পল ও অন্যান্য ভবিষ্যদ্বক্তা জীবদের ভিতরেও ঈশ্বরের অধিষ্ঠান।
বিজ্ঞানকর্মীরাও যুক্তি, প্রমাণ সহকারে জ্যোতিষের অসারতা দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করলেন।
কিন্তু বোমা ফাটালেন প্রবীর ঘোষ।
তিনি স্পষ্ট ভাষায় জানালেন, অক্টোপাস পলকে সামনে রেখে পর্দার আড়ালে চলছে অন্যতম বৃহৎ ম্যাচ ফিক্সিং চক্র
এবং উচ্চপদস্থ কর্তাদের অনেকেই এর সাথে জড়িত।
তিনি সকল জ্যোতিষীদের চ্যালেঞ্জ জানান, যদি কেউ জ্যোতিষের সত্যতা প্রমাণ করতে পারে তবে তিনি তাকে ২৫ লাখ
টাকা প্রণামী দিয়ে যুক্তিবাদী সমিতি ভেঙে দেবেন।
তিনি আরো জানান, ১২ তারিখের পর্বে অক্টোপাসকে কিভাবে ট্রেনিং দেওয়া যায় সেবিষয়েও তিনি আলোকপাত করবেন।
তার বক্তব্য প্রকাশিত হতেই সাড়া পড়ে যায়।
কিন্তু পরের দিনের পর্বটি অনুষ্ঠিত হয়নি, কারণ কোনো জ্যোতিষী আসতে রাজি হয়নি।
ঘটনাটি বিস্তারিত জানতে পড়তে পারেন, দে'জ পাবলিশিং থেকে ২০১২ সালে প্রকাশিত "যুক্তিবাদীর চ্যালেঞ্জাররা (অখন্ড)"।
লক্ষণীয় বিষয়, ২০১৪ সালের বিশ্বকাপে এরকম কোন ভবিষ্যদ্বক্তার আবির্ভাব ঘটেনি।
©somewhere in net ltd.