![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
বিশ্ব গাঁটকাটা পরিষদের চ্যালাদের জন্য ধনলক্ষ্মী যন্ত্রম, কুবের যন্ত্র, হনুমানচল্লিশা যন্ত্র ভালোই চলছে।
কিন্তু, এই পোড়া দেশে লোকঠকানো সকল ধর্মব্যবসায়ীদেরই গণতান্ত্রিক অধিকার।
তাই মুসলিম ভাইদের পকেট হালকা করে প্রচন্ড গরমে তাদের ভার লাঘব করতে বাজারে এসে গেছে 'আল্লাহ-করিম লকেট'।
হনুমানচল্লিশা যন্ত্রের মতন এই লকেটের লেন্সের ভিতর দিয়ে দেখলে কোরাণের আয়াত পড়া যাবে।
শুনলাম আয়াত পড়লে বেহেস্ত থেকে ৭০,০০০ ফেরেস্তা নেমে এসে সকল সমস্যার সমাধান করবে।
বিজ্ঞাপন দেখে আমার মনে দুটি প্রশ্ন এসেছে।
১> মানুষের জীবনে একসাথে কতগুলি সমস্যা আসতে পারে? নিশ্চয় সংখ্যাটি ৭০ এর কম হবে।
তাহলে অধিকাংশ ফেরেস্তাকেই বেকারত্ব ভোগ করতে হবে। তারা নিজেদের সমস্যা দূর করতে কোন লকেট পরবেন?
২> ধরে নিলাম কেউ বেকার হলেননা।
তখন এক একটি সমস্যা সমাধান করবেন ১০০০ এর বেশি ফেরেস্তা। তা একটা সমস্যা সমাধান করতে যদি ১০০০ এরও বেশি ফেরেস্তা লাগে তবে তাদের আদৌ কোন ক্ষমতা আছে কী?
আপনারা কী বলেন?
©somewhere in net ltd.