নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায়চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায়চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নষ্ট প্রবীর

১২ ই জুন, ২০১৫ রাত ১২:০৩

আজকাল অনেকের মুখেই শুনি, প্রবীর ঘোষের লেখা আমাকে ছোটবেলায় খুব অনুপ্রাণিত করেছিল। কিন্তু এখন উনি নষ্ট হয়ে গেছেন।

প্রশ্ন করলেই তারা বলেন, এর কারণ উনি সেক্স ফর ফান অর্থাৎ বহুগামিতা, পশুকামিতা কে সমর্থন করেন্না।
বন্ধুরা শোষণ মুক্ত সাম্যের সমাজ গড়তে গেলে এই সব লুচ্চামি কে বন্ধ করতেই হবে।
যাদের কাছে সেক্স টাই একমাত্র চিন্তা, তারা কোনোদিনও যুক্তিবাদী আন্দোলন গড়ে তুলতে পারবে না। কিন্তু ভোগবাদের বিষ ছড়িয়ে দিয়ে খুব সহজেই আন্দোলন কে বিপথগামী করতে পারবে।
তাই তিনি এগুলি সমর্থন করেন না।
সঠিক ভাবেই করেন না।

এবার মূল প্রশ্নে আসা যাক, প্রায় সবাই বলেন প্রবীর ঘোষের লেখা তাদের ছো্টবেলায় অনুপ্রাণিত করেছিল।
কিন্তু কী করে?
তিনি তার কোন বইতেই তো এইসব অপসংস্কৃতি কে পাত্তা দেন নি। তিনি চিরকালই এর বিরোধিতা করেছেন।
তাহলে আপনারা অনুপ্রাণিত হলেন কী করে?

এর ২ টিই কারণ হতে পারে
১. প্রথম জীবনে আপনি সৎ, আদর্শবান ছিলেন। শোষিতের বঞ্চনা আপনার বুকে বাজত।
আপনিও স্বপ্ন দেখতেন যে কুসংস্কার মুক্ত সুন্দর সমাজ তৈরী হবে। তাই তার বই আপনার মনে উদ্দীপনা জাগিয়েছিল।
কিন্তু এখন ভোগবাদের লোভ লালসা আপনাকে গ্রাস করেছে।

২. আপনি কোনোদিনও মন দিয়ে তার বই পড়েন নি।
তার প্রথম দুয়েকটি বই পড়ে প্রগতিশীলতার ভান করেন মাত্র।
আপনারা যখন বলেন, তার 'অলৌকিক নয় লৌকিক' বইটি খুবই ভাল ছিল, কিন্তু বহুদিন তার নতুন কোন বই বেরোয়নি, তখন এটাই প্রমাণিত হয় যে আপনারা তার বিশাল পুস্তক সম্ভার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ।

বন্ধু আপনাদের অনুরোধ করব আপনারা যদি লাম্পট্যকেই প্রগতিশীলতা মনে করে থাকেন, তাহলে মনের সুখে তাই করুন।
কিন্তু যদি সত্যি করে যুক্তিবাদী আন্দোলন করতে চান, তবে তার বইগুলো সম্পূর্ণ রুপে পড়ুন।
সামগ্রিক ভাবে যুক্তিবাদ কে বুঝুন।
বুঝতে সাহায্য করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.