নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good for every things, output nothing.

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই।

পাপাই

আমি একজন ফুর্তিবাজ।

পাপাই › বিস্তারিত পোস্টঃ

/:):-*/:):-* সামুর ব্লগার বা ভিজিটররা যে কি ধরনের লিখা লাইক করে বুঝিনা!?!?!? /:):-*/:):-*

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

/:):-*/:):-* সামুর ব্লগার বা ভিজিটররা যে কি ধরনের লিখা লাইক করে বুঝিনা!?!?!? /:):-*/:):-*





গতকাল রাতে একটা খুব ইমপর্টেন্ট ও সিরিয়াস বিষয় নিয়া একটা পোস্ট দিলাম, যা আমার লিখা অন্যতম সেরা পোস্ট। ঐ পোস্ট টা পড়লেন মাত্র 55 জন /:)/:)। লাইক 6টা :):D। কোন কমেন্ট নাই:-*/:)



পোস্ট টি পড়তে এইখানে ক্লিক করুন --- Click This Link





আজকে সকালে দিলাম তুলনামুলক কম ইমপর্টেন্ট ও সিরিয়াস বিষয় নিয়া একটা পোস্ট। পোস্ট টি অল্প সল্প হাস্যরস নিয়া ছিল। ঐ পোস্ট টা পড়লেন 350 জন :):D। লাইক 1টা :-*। কমেন্ট 36 টা :):D



পোস্ট টি পড়তে এইখানে ক্লিক করুন --- Click This Link





* তবে কি সামুর ব্লগার বা ভিজিটররা একটু কম সিরিয়াস? :P:P:P



* তবে কি সামুর ব্লগার বা ভিজিটররা হাস্যরস কে সিরিয়াস বিষয় হতে বেশী গুরুত্ব দেন??? :P:P:P



----- :):DB-);) হ্যাপী ব্লগিং।

----- :):DB-);) হ্যাপী ভিজিটিং।



এতক্ষন আপনাদের সময় নস্ট করার জন্য দুঃখিত। :|:|:|

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মনে নাই বলেছেন: এই লেখাটা অনেক পছন্দ হয়েছে, এইরকম লিখবেন নিয়মিত, অনেক কমেন্ট পাবেন!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

পাপাই বলেছেন: :((:((:(( আগের দুইটার চাইতে এইটা ভালো হইসে?!?!?!?! :( :( :(

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

শিশির ডি শাখামৃগ বলেছেন: ভাই, গতকাল একটা পোস্ট দিয়েছিলাম, আশা ছিল পরিশ্রম সার্থক হবে, কিন্তু পোস্টটা নির্বাচিত কলামে আসে নি।
কিন্তু আমি বলব, এই পোস্ট অবশ্যই নির্বাচিত কলামে যাবার যোগ্য ছিল।
মুক্তিযুদ্ধের ছবিব্লগ

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

পাপাই বলেছেন: মুক্তিযুদ্ধের ছবি সব সময়ই বেস্ট। কোন একদিন আপনার পোস্ট নির্বাচিত কলামে যাবে ইনশাআল্লাহ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

বৈরাম খাঁ বলেছেন: রাজনৈতিক ক্যাচাল পোষ্ট দেন দেখবেন কমেন্ট কারে কয়।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

পাপাই বলেছেন: রাজনৈতিক ক্যাচাল মানেই তো সরকার + বিরোধীদল গালাগালী। গালাগালী কমেন্ট তো কেউ আশা করে না। ভালো কমেন্ট পেলে পরবর্তীতে আরো ভালো লিখার অনুপ্রেরনা জাগে। :) :) :)

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

shfikul বলেছেন: লিখতে থাকুন।আপনার সম্মান আপনি পাবেন।শুধু লাইক আর কমেন্টের মধ্যে নিজেকে সিমাবদ্ধ ভাবছেন কেন!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

পাপাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান আপনার কমেন্ট আমাকে পরবর্তীতে আরো ভালো লিখার অনুপ্রেরনা দিল। :) :) :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলে মজা করে লিখলে লেখা পড়তে ইচ্ছা করে। কারণ সারদিন এত এত খারাপ খবর তাপর অনেক কিছুর পর ব্লগে এসে বিনোদনের খোঁজে থাকি। আমি শুধু আমার কথাই বলছি।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

পাপাই বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন ভাইজান। আমি ও আপনার সাথে সহমত। বিনোদন সম্বলিত ভালো লিখা উপহার দেয়ার চেস্টায় বলবত থাকবো। :) :) :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

Ashish বলেছেন: বিনোদন দিবেন ভাল কথা দেইখেন সানি রে নিয়া আবার লেখা শুরু কইরেন না জেন। :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

পাপাই বলেছেন: ভাই আমার গত ৮মাসের ব্লগিং সময়ে কোন "সানি" পোস্ট নাই। কোন "সানি" পোস্ট দিমু ও না ইনশাআল্লাহ। :) :D

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

বাংলার হাসান বলেছেন: বৈরাম খাঁ বলেছেন: রাজনৈতিক ক্যাচাল পোষ্ট দেন দেখবেন কমেন্ট কারে কয়।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

পাপাই বলেছেন: আমার লিখার মুল উদ্দেশ্য সবাই যেন লিখাটা পড়েন। কমেন্ট পাওয়ার জন্য লিখি না। লিখা দেখানোর জন্য লিখি। :)

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

ভালো কিছু লেখার, ভালো কিছু করার চেষ্টা অব্যাহত রাখুন । তা আলোচিত হোক অথবা না হোক .........................

ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

পাপাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান আপনার কমেন্ট আমাকে পরবর্তীতে আরো ভালো লিখার অনুপ্রেরনা দিল।) :) :)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

ইথান মাহমুদ বলেছেন: shfikul বলেছেন: লিখতে থাকুন।আপনার সম্মান আপনি পাবেন।শুধু লাইক আর কমেন্টের মধ্যে নিজেকে সিমাবদ্ধ ভাবছেন কেন!!!

তবে আপনার নিকটা যদি কোন মেয়ের নাম হত কম পক্ষে হলেও ২টা কমেন্টস পেতেন আশা করি। কিন্তু...। চলিয়ে যান।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

পাপাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান আপনার কমেন্ট আমাকে পরবর্তীতে আরো ভালো লিখার অনুপ্রেরনা দিল। :) :) :)

নিক এর ব্যাপারে একদম ঠিক বলেছেন ভাইয়া :) :P :) :P

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন ভাইজান।
আমি আপু!!রাগের ইমো হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

পাপাই বলেছেন: ওহ্‌ নোওওওওও .......... সরি আপুজি। রিয়্যালি সরি। :P :P :P

রাগ করবেন না প্লিজ। :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.