| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপাই
আমি একজন ফুর্তিবাজ।
ডিজনীর নতুন ধারাবাহিক কার্টুন "গুজুরা" ![]()
ডোরেমনের পাশাপাশি ডিজনী চ্যানেলের নতুন শুরু হয়েছে ধারাবাহিক কার্টুন "গুজুরা"। "গুজুরা" একটি মনস্টার বা দৈত্য/রাক্ষস/ভুত। "গুজুরা" খুব ভালো কিন্তু কিছুটা পাগলাটে। "গুজুরার" প্রিয় খাবার লোহা জাতিয় বস্তু। সে ব্যাপক পরিমান লোহা জাতিয় বস্তু খেতে পছন্দ করে।
"গুজুরার" গল্পের মান ও প্রিন্ট ডোরেমনের চাইতে অনেক পিছিয়ে।
"গুজুরার" একটা জিনিষ খুবই খারাপ লেগেছে। "গুজুরা" ব্যাপক বিধংসী। বিশেষ করে "গুজুরাকে" বেশীর ভাগ পর্বে ঐ দেশের পুলিশ বাহিনীকে আক্রমন করতে দেখা যায়। "গুজুরা" ঐ দেশের পুলিশ বাহিনীর লোহার তৈরি অস্র-সস্র ও গাড়ী/ট্যাঙ্ক ইত্যাদি খেয়ে ফেলে। পুলিশ বাহিনী কিছুতেই "গুজুরার" সাথে পেরে উঠে না।
শিশুরা টিভিতে পুলিশ বাহিনীর উপর জামাত/শিবিরের আক্রমন দেখার পর আবার কার্টুনে পুলিশ বাহিনীর উপর "গুজুরাকে" আক্রমন করতে দেখার পর এখন যদি তাদের মনে যদি স্থায়ী ভাবে এই ধারনা প্রতিস্ঠিত হয় যে পুলিশ বাহিনীকে আক্রমন করাটা একটা অতি সাধারন ব্যাপার তবে তো খুবই বিপদ হবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
পাপাই বলেছেন: "ডেথ নোট" নামের একটা জনপ্রিয় জাপানী এনিমেশন সিরিজ আছে পারলে সংগ্রহ করে দেইখেন। এই ধরনের জনপ্রিয় এনিমেশন সিরিজ দেখালে ভালোই হতো মনে হয়।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনার কথা অনুসারে বলতে হয় জাপান সব থেকে অসভ্য জাতি - তাদের পোলাপাইন নীতিগত কিছুই জানে না --
তারা মিথ্যাচার শিখেছে -
তারা হাঙ্গামা শিখেছে
তারা পুলিশ পিটানো শিখেছে
টম ক্যাটের মতো বলতে হয় উ ম্যান সো সিলি - সেই ছুডু বেলা থৈক্কা ছিনেমা দেইখা আইতাছি কই নায়কের মতো গুন্ডা হই নাইক্কা - আবার গুন্ডামী শিখিনি ২.২৫ মিনিট যার অধিপত্য আর লাস্ট ৫ মিনিট নায়কের নায়ক গিরি করি নাইক্কা !!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
পাপাই বলেছেন: "জাপান সব থেকে অসভ্য জাতি - তাদের পোলাপাইন নীতিগত কিছুই জানে না -- তারা মিথ্যাচার শিখেছে -
তারা হাঙ্গামা শিখেছে
তারা পুলিশ পিটানো শিখেছে"
পোস্ট ভালোমত পড়ুন। এই জাতীয় কিছুই আমি বলতে চাই নাই।
আপনা কমেন্ট এর প্রেক্ষিতে আমার মনে হয় "২.২৫ মিনিট যার অধিপত্য আর লাস্ট ৫ মিনিট নায়কের নায়ক গিরি" খুব জরুরী একটা বিষয়।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
নষ্ট ছেলে বলেছেন: আপনার কথা অনুসারে অনেক কম্পিউটার গেইমই নিষিদ্ধ করতে হবে। গ্যাংস্টার টাইপ গেইমগুলা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে। দক্ষিন কোরিয়া আর জাপানিরা চরম গেইম ফ্রিক। এখন বলেন তাদের দেশে কি শুধু পুলিশের উপর আক্রমণ হয় নাকি সব পোলাপাইন গুন্ডা, মাস্তান হইয়া যাইতাছে? আমি তো দেখি জাতি হিসাবে দুই দেশ শান্তি প্রিয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
পাপাই বলেছেন: অনেক অনেক বিষয় আছে যা বুদ্ধিভিত্তিক হিসবে খুবই খারাপ, কিন্তু দারুন জনপ্রিয়। সে সব বিষয়ের ব্যাপারে আপনি কি বলবেন?
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
আরজু পনি বলেছেন:
গুজুরা কার্টুনটা দেখলে মেজাজটাই খারাপ হয়ে যায় !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
পাপাই বলেছেন: আমার ও মিজাজ খারাপ হয়ে যায়। "ডেথ নোট" নামের একটা জনপ্রিয় জাপানী এনিমেশন সিরিজ আছে পারলে সংগ্রহ করে দেইখেন।
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: ছোটবেলায় শুধু বিটিভি ছিলো। প্রতি শুক্রবার বাংলা ছিনেমা দেখাত। প্রতিটি ছবিতে অন্তত একবার ধর্ষনের দৃশ্য থাকত। তখন এদেশের বাচ্চারা কি শিখতো ??
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
পাপাই বলেছেন: আপনি ই তা ভালো বলতে পারবেন ভাইয়া।
ছোট বেলায় শুক্রবার বাংলা ছিনেমা দেখে যা দেখসেন তা বর্তমানে আপনি ইমপ্লিমেন্ট করলো বুঝবো এদেশের বাচ্চারা কিছু শিখসে।
![]()
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: এহেম এহম :#> ওই সকল দৃশ্যায়নের সময় আমি অবশ্য পরিবারের সকলের সামনে অতি মাত্রায় লজ্জ্বিত থাকিতাম :!> :!> আর ইমপ্লিমেন্ট করা অনেক দূরের কথা।
নিছক মজার উদ্দেশ্যে উপরের মন্তব্য করেছিলাম
আর আপনি আমারে ফাপরে ফেললেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
পাপাই বলেছেন: ভাইয়া রিয়ালী সরি। আমি দুস্টামী করসি। রিয়ালী সরি।
ভাইয়া আপনি লজ্জ্বিত ও খারাপ কাজকে এভয়েড/ইগনোর করেন বলে ইমপ্লিমেন্ট করেন নাই। কিন্তু যদি বর্তমানের কোন শিশু খারাপ কিছু দেখে লজ্জ্বিত না হয় ও খারাপ কাজকে এভয়েড/ইগনোর না করে ইমপ্লিমেন্ট করে তবে কি সংস্কূতিক বিষয়ক মন্ত্রনালয় দায়িত্ব নিবে???
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
মোঃ আনিসুর রহমান বলেছেন: এসব কার্টুন বন্ধের ব্যপারে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।