নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good for every things, output nothing.

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই।

পাপাই

আমি একজন ফুর্তিবাজ।

পাপাই › বিস্তারিত পোস্টঃ

ডিজনীর নতুন ধারাবাহিক কার্টুন "গুজুরা" :-*:-/ (রি-পোস্ট)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

ডিজনীর নতুন ধারাবাহিক কার্টুন "গুজুরা" :-/:-*



ডোরেমনের পাশাপাশি ডিজনী চ্যানেলের নতুন শুরু হয়েছে ধারাবাহিক কার্টুন "গুজুরা"। "গুজুরা" একটি মনস্টার বা দৈত্য/রাক্ষস/ভুত। "গুজুরা" খুব ভালো কিন্তু কিছুটা পাগলাটে। "গুজুরার" প্রিয় খাবার লোহা জাতিয় বস্তু। সে ব্যাপক পরিমান লোহা জাতিয় বস্তু খেতে পছন্দ করে।



"গুজুরার" গল্পের মান ও প্রিন্ট ডোরেমনের চাইতে অনেক পিছিয়ে।



"গুজুরার" একটা জিনিষ খুবই খারাপ লেগেছে। "গুজুরা" ব্যাপক বিধংসী। বিশেষ করে "গুজুরাকে" বেশীর ভাগ পর্বে ঐ দেশের পুলিশ বাহিনীকে আক্রমন করতে দেখা যায়। "গুজুরা" ঐ দেশের পুলিশ বাহিনীর লোহার তৈরি অস্র-সস্র ও গাড়ী/ট্যাঙ্ক ইত্যাদি খেয়ে ফেলে। পুলিশ বাহিনী কিছুতেই "গুজুরার" সাথে পেরে উঠে না।



শিশুরা টিভিতে পুলিশ বাহিনীর উপর জামাত/শিবিরের আক্রমন দেখার পর আবার কার্টুনে পুলিশ বাহিনীর উপর "গুজুরাকে" আক্রমন করতে দেখার পর এখন যদি তাদের মনে যদি স্থায়ী ভাবে এই ধারনা প্রতিস্ঠিত হয় যে পুলিশ বাহিনীকে আক্রমন করাটা একটা অতি সাধারন ব্যাপার তবে তো খুবই বিপদ হবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

তাসজিদ বলেছেন: এক দরেমন এর জালায় অস্থির, তার মধ্যে আরেক লুহাখুর ..................

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

পাপাই বলেছেন: হা হা হা হা হা ....... দারুন বলসেন "লুহাখুর"!!!!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

টিঙ্কু জিয়া বলেছেন: "ডরেমন" দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে তারপর ও প্রতিদিন ছেলের সাথে বসে দেখি। এর সাথে বোনাস "বেন ১০"। মাঝে মাঝে " টম ও জেরি"। আজকাল আবার দেখি "গুজুরা" । X( X( X(
জীবনটা তেজপাতা হয়ে গেছে। /:) /:) /:)
কার্টুন নেটওয়ার্ক বন্ধ হবে কবে |-) |-) |-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

পাপাই বলেছেন: "ডেথ নোট" নামের একটা দারুন জনপ্রিয় জাপানী এনিমেশন সিরিজ আছে সেটা দেইখেন। "ডেথ নোট" কিন্তু বাচ্চাদের জন্য না।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ব্রো আই সো কনফিউজড !

আপনার নিক নেম আর প্রফাইল পিকচার আর কার্টুন বিরোধী বক্তব্যতে !!

নাম পাপাই - পিকচার L (Lawliet) death note এর ! কেম্বায় কি !!


যদিও লুহাখোর কার্টুন দেখি নাইক্কা !!


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

পাপাই বলেছেন: ভাইজান আমি মোটেও কার্টুন বিরোধী না। তার প্রমান নিক নাম পাপাই - প্রোপিকচার "L" death note এর। আমার পোস্ট এ কিন্তু সে রকম কিছু লিখা নাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

বোকামন বলেছেন:

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

পাপাই বলেছেন: লুহাখোর :( :( :(

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

ড্র্রাকুলা বলেছেন: এর থেকে নিনজা হাতুড়ি(হাত্তরি) ও ভালো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

পাপাই বলেছেন: নিনজা হাতুড়ি(হাত্তরি) দেখিনাই। দেখবোনে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.