নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good for every things, output nothing.

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই।

পাপাই

আমি একজন ফুর্তিবাজ।

পাপাই › বিস্তারিত পোস্টঃ

শা্‌হবাগ জনগনের বিরাট সমাগম :D:):D:) আমার কিছু সাদাসিধে কথা (ডঃ জাফর ইকবালের নয় কিন্তু)।:|

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

শা্‌হবাগ জনগনের বিরাট সমাগম :D:):D:) আমার কিছু সাদাসিধে কথা (ডঃ জাফর ইকবালের নয় কিন্তু)।:|



আজকে শা্‌হবাগ স্কয়ারে এত্ত লোক সমাগম দেখে অবাক হলাম। :-*:-/



কোন নিদৃস্ট জরুরী দাবী নিয়ে জনগনের এত্ত বড় সমাগম খুবই কম হয় আমাদের দেশে। :):D জনগনের এত্ত বড় সমাগম পৃথিবীর যেকোন প্রান্তের লোকজন দখলেই চরম ভাবে অবাক হবে।:):-/:D



এত্ত বড় সমাগম দেখে আমার একটা আফসোস জাগলো :((/:) সেটা হলো, সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের দাবীতে জনগনের এত্ত বড় সমাগম কখনো দেখি নাই। যদি আমরা প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের দাবীতে প্রতিনিয়ত বা নিয়মিত এত্ত বড় সমাগম করে কোন ত্রুটিপুর্ন সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতাম তাহলে আমাদের জীবন ব্যবস্থা আরো অনেক বেশী উন্নত হতো।:):D



এই কথা গুলি বললাম কারন আমাদের দেশের পুর্বের ইতিহাস পরে কখনো এখানে নিখুত প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের সরকার ব্যবস্থা দেখতে পাই নাই।X(X((/:):(( জনগন, বর্তমান রাজনৈতিক দল গুলো দ্বারা গঠিত একটার পর একটা সরকার দ্বারা প্রতারিত হয়েছে। X(X((:((



এর কারন হয়তোবা প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের দাবীতে প্রতিনিয়ত বা নিয়মিত এত্ত বড় সমাগম করে কোন ত্রুটিপুর্ন সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে পারি নাই /:):((



কোন নিদৃস্ট জরুরী দাবী নিয়ে জনগনের এত্ত বড় সমাগম কে ভুলে যেয়েন না। হয়তোবা জনগন এই রকম বিশাল সমাগম নিয়ে সোচ্চার থাকলে আমাদের অবস্থার পরিবর্তন খুব সহজেই ঘটাতে পারবো। জনগনকে তখন আর যেকোন রকম সরকার যন্ত্র দ্বারা এত্ত সহজে প্রতারিত করা যাবে না।:):DB-)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

পাপাই বলেছেন: হুম। যেকোন রকমের মানুষের একান্ত প্রয়োজনীয় দাবী আদায়ের জন্য রাজপথ এ এমনই ভাবে সোচ্চার থাকতে হবে। :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

পাপাই বলেছেন: ধন্যবাদ :D

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

মো: আবু জাফর বলেছেন: শুধু যুদ্ধাপরাধী নয় ছাত্রলীগ কেউ বর্জন করেছে রাজশাহীর হাজার হাজার সাধারন ছাত্র জনতা । রুয়েট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব জায়গাতেই প্রত্যাক্ষিত হয়েছে এই দলের কর্মিরা । ৭১ এর আগে এই ছাত্র সংগঠন টি বেশ কিছু আন্দলনে নেত্রীত্ব দিলেও ৭১ উত্তর সময়ে এরা হয়ে উঠে চরম হিংস্র । এদের দাপটে সাধারন ছাত্ররা মুখখুলতে পারেনী এতো দিন । আজ বাংলাতেও লেগেছে বসন্তের ছোয়া ঠিক আরব বসন্তের মতই । প্রত্যাক্ষিত হচ্ছে মিথ্যুক রাজনীতিবিদ অপসংগঠন অপছাত্ররা । এবার চাই রাজনৈতীক আগ্রাসনের অবসান চাই অর্থনৈতীক মুক্তি । চাই এমন রাজনীতি যাদের হাতে ক্ষমতা গেলে আমাদের মৌলীক চাহীদার ভার নিবে সরকার নিজের হাতে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

পাপাই বলেছেন: আপনার মন্তব্য পরে দুটি রাজনৈতিক দলের কার্যক্রমের তুলনা মূলক কর্মসুচির পার্থক্যের ফ্লেভার পেলাম। এই ভাবে দুটি রাজনৈতিক দলের কার্যক্রমের তুলনা মূলক কর্মসুচির দোষ গুন বিশ্লেষন করে কি জনগনের অবস্থা পাল্টানো যাবে? :|

আমাদের দরকার "প্রকৃত ও কার্যকরী সুশাসন, জনগনের অধিকার ও জনগনকে সঠিক রক্ষনাবেক্ষনের দাবীতে প্রতিনিয়ত বা নিয়মিত এত্ত বড় সমাগম করে কোন ত্রুটিপুর্ন সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ" :) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.