নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good for every things, output nothing.

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই।

পাপাই

আমি একজন ফুর্তিবাজ।

পাপাই › বিস্তারিত পোস্টঃ

/:):-/:-* কয়েকটা জরুরী প্রশ্ন। অর্থনীতিবিদ ব্লগার সহ যেকোন ব্লগার হেল্প করুন প্লিজ। :-/:-*/:) একটা সার্কাস দেখে যান। :):DB-);):P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

/:):-/:-* কয়েকটা জরুরী প্রশ্ন। অর্থনীতিবিদ ব্লগার সহ যেকোন ব্লগার হেল্প করুন প্লিজ। :-/:-*/:) একটা সার্কাস দেখে যান। :):DB-);):P





1) মনে করুন আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের সংখ্যা 100। এর মধ্যে আমার আর আমার বউ এর মোট সম্পদ 10 কোটি টাকা করে মোট 20 কোটি টাকা। আর বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ গড়ে 1 লাখ টাকা করে 98 লক্ষ টাকা।



সুতরাং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের মোট সম্পদ এর পরিমান 100000000 + 100000000 + 9800000 = 209800000 টাকা.



সুতরাং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের GDP (Gross domestic product) = 209800000/100 = 2098000 টাকা।X(:-*



:-/:-* আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের অথচ বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ গড়ে 1 লাখ টাকা। :-/:-*



X(/:):-/:-* এটাকি অস্বাভাবিক না যে, আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ গড়ে 1 লাখ টাকা হলেও অর্থনীতির দৃস্টিকোন থেকে তাদের কে GDP এর কারনে 2098000 টাকার মালিক হিসেব চিহ্নিত করা হচ্ছে !?!?!?!:-*:-/:|



এখন আমার ও আমার বউ এর সম্পদ বেড়ে যদি 10 কোটি থেকে বেড়ে গিয়ে 20 কোটি হয় এবং আমার পুরো পরিবারের সদস্য/আত্নিয়দের বাকি 98 সদস্যদের প্রত্যেকের মোট সম্পদ যদি অপরিবর্তিত থাকে তবে হিসাব করে দেখা যায় সকলের GDP হবে 4098000 টাকা। :-*:-/:| তার মানে GDP প্রায় বাড়লো শতকরা 100%। :-/:-*



গরিব গরিবই থেকে গেল, মাঝখানে তার GDP বেড়ে গেল। সবাইকে ভুল বুঝানো হলো অর্থনীতি চাঙ্গা ও শক্তিশালী হয়েছে। সত্যিকারে সম্পদ বৃদ্ধি করে নিল মাল্টিন্যাশনাল পুজিঁবাদী কোম্পানীX(X((



এখন মনে করেন আমার ঐ 100 সদস্যের আত্নিয় আসলে আমাদের পুরো দেশটা।



* GDP কি একটা Fake thought না? X(X((



* GDP কি একটা Eye wash thought na? X(X((



* Economical system উন্নয়ন এর পরিমাপ বের করতে GDP এর পরিমাপ বের কোন দরকার আছে কি? X(X((



* এটা কি ভন্ডামী না?X(X((

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

গল্প শুনুন বলেছেন: সার্কাস কৈ???

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

পাপাই বলেছেন: সার্কাস, এই লিখাতে। প্লিজ ভালোমতো পড়েন। সার্কাস এর মজা পাবেন। :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

ভাল মন্দ বলেছেন: ভাই আমার GDP এর পরিমাপ কত?
কিভাবে বের করব?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

পাপাই বলেছেন: অর্থমন্ত্রির কাছে থাকা বাংলাদেশের মাথা পিছু বতর্মান GDP এর আপনার GDP।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

জাম্পিং শ্রাইম্প বলেছেন: (সরি, আমি অর্থনীতিবিদ নই।) শুধু কি দেশ, পুরো বিশ্বে আজ এই খেলা চলছে। বাংলাদেশের মাথাপিছু আয় ৮৪৮ ডলার! অথচ মানুষ ভাত পায়না আবার বি এম ডাবলু গাড়ি ও কম যায়না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

পাপাই বলেছেন: জি ভাইয়া এটা এক কথায় সার্কাস,Fake thought, eye wash.

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

নীলপথিক বলেছেন: ভালো সার্কাস দেখলাম তো !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

পাপাই বলেছেন: জি ভাইয়া এটা এক কথায় ভালো এবং জটিল সার্কাস, Fake thought, eye wash.

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

রাফছানজানি বলেছেন: জটিল সার্কাস। হাসিনা বুবুকে দেখাতে হবে এই সার্কাস।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

পাপাই বলেছেন: বুবু কি সামুর ব্লগ পরেন? আমি ১০০ ভাগ শিওর বুবু এই সার্কাস বিষয়টা জানেন। :)

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

দূর্ভাষী বলেছেন: জিডিপি থিওরি ঠিকই আছে কিন্তু আপনি বোধ হয় গিনি কোএফিসিয়েন্ট এর কথা শোনেননি। এখানে গিনিকোএফিসিয়েন্ট বা গিনি রেশিও প্রায় ০.৯৯ বা ১ অর্থাৎ ইনকাম অসমভাবে বন্টিত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

পাপাই বলেছেন: "গিনি কোএফিসিয়েন্ট" বুঝি নাই ভাইয়া :( তবে ইনকাম অসমভাবে বন্টিত। খুবই ভয়াবহ ব্যাপার এটা :(

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

মো কবির বলেছেন: মজা পাইলাম আর পাইলাম কষ্ট। এই হাসিনা-খালেদারা এই দেশটাকে বানাচ্ছে পৃথিবীর বুকে ফকিরের দেশ হিসিবে ।
নিচের লিংকে আজকের পোস্টটা পড়বেন।
https://www.facebook.com/LikeRealPatriot

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

পাপাই বলেছেন: আমরা একটা ডাস্টবিনের মধ্যে আছি। এই ডাস্টবিনের মধ্যে থাকা সব খাওয়াই নোংরা হয়ে গেছে। তাই দুগর্ন্ধ। আমাদের কে ডাস্টবিনের বাহিরে আসতে হবে

লিঙ্ক এর জন্য ধন্যবাদ। অবশ্যই পড়বো :)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

ম্যঙ্গোপিপল বলেছেন: আপনার ধারনা সঠিক। এই বেপার টা নিয়ে অনেকেই জি দি পির সমালচনা করে। জি ডি পি তে, ইঙ্কাম ইনিকুয়ালিটি ধরা পড়ে না। এইটা বুঝতে যে ইনডেক্স টা ইউস করে তাকে বলে, গিনি কোএফিশিয়েন্ট।

জী ডি পি এক বারে ভুয়া না। পুরো একটা দেশ কত আগাইসে তাতে জি ডি পি দেখলে বোঝা যায়। আপনার যদি গ্রস গ্রওথ বারে তো ধরে নেয়া হয়, আপনার প্রডাক্ট ার সারভিস টা বারার কারনে এমপ্লয়মেন্ট বারছে এবং রিপল ইফেক্ট এ গিয়ে ইনিকুয়ালিটি দূর হবে।

হায়রে ৭% জি ডি পি। আমাদের শনই শনই উন্নতির মিথ নিয়ে দুইটা মাত্র কথা
Click This Link

ার একটা লেখা যেইটা এইটার সাথে রিলেটেড

রিসেসানে বাংলাদেশ-এবং একটা এক কোটী টাকা দামের প্রশ্ন
Click This Link

আগ্রহের জন্যে ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

পাপাই বলেছেন: "গিনি কোএফিসিয়েন্ট" ভালোমত বুঝি নাই ভাইয়া :( ভাইয়া কোন দেশের শীর্ষ কয়েকটা পুজিবাদী প্রতিস্ঠানের সম্পদ বাড়লে গরিবদের সম্পদ না বাড়লে ও জিডিপি বাড়বে।
আর পুজিবাদী প্রতিস্ঠানের এমপ্লয়মেন্ট এর দ্বারা গরিবদের স্থায়ী সম্পদ বাড়ে না এবং সরকারী প্রতিস্ঠানের এমপ্লয়মেন্ট এর দ্বারা গরিবদের স্থায়ী সম্পদ বাড়ে পরক্ষো ভাবে বাড়ে।
তাই পুজিবাদী প্রতিস্ঠানের সম্পদ বাড়ার ফলে বেড়ে যাওয়া জিডিপি দ্বারা একটা দেশ কত আগাইসে তা বুঝা সম্ভব না।

লিঙ্ক দুটির জন্য ধন্যবাদ। এখন অবশ্যই পড়বো :)

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

কক্ষচ্যুত বলেছেন: share korlam

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

পাপাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.