![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
পৃথিবীর মহা মণীষীরা সব সময় মানুষকে আলোর পথে, শান্তির পথে, মঙ্গলের পথে আহ্ববান জানিয়েছেন । তাদের সেই মহা মূল্যবান বাণীগুলো মানুষকে অতিতের মত আজ়ো সমানভাবে অনুপ্রানিত করে । মণীষীদের এই রকম কিছু মূল্যবান বাণী নিচে তুলে ধরা হল ।
দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা । -হযরত আলী( রাঃ)
পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে |- -হযরত আলী( রাঃ)
গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।- হযরত আলী (রাঃ)
ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয় ।- হযরত আলী (রাঃ)
নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।- হজরত আলী (রাঃ)
পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ।- হযরত আলী (রাঃ)
মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় |-হযরত আলি (রাঃ)
সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খন্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার, আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিন্মস্তরে নিয়ে যায় |-ইমাম গাজ্জালি ( রহ: )
ভদ্রলোক সেই , বড় সেই ,যে সত্যের উপাসক । যে মানুষকে সমাদর করে , চরিত্র মহৎ ও কাজ যার গৌরবময় ।- শেখ সাদী (রঃ)
নির্বোধ লোকেরা তাদের চেয়ে সেরা কোন কিছুকে জানেনা, অন্যদিকে মেধাবীরা সহজেই প্রতিভাধরদের চিনতেপারে । -স্যার আর্থার কোনান ডয়েল
তোমার যা নেই তার পেছনে ছুটে যা আছে তা নষ্ট করো না ; মনে রেখ, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে | -এপিকিউরাস
হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট । কিন্তু এ কথা দু'টো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।–পীথাগোরাস
যারা আপনার উচ্চাশাগুলোকে ছোট করে দেখে তাদের থেকে দূরে থাকুন। লক্ষ্য করে দেখবেন এই মানুষগুলো জীবনে কিছু করতে পারেনি । যারা আসলেই বড় কিছু হতে পেরেছে তারা সবসময়ই আপনাকে এই বলে উৎসাহিত করবে যে আপনিও একদিন তাদের মতোই বড় হতে পারবেন ।-মার্ক টোয়াইন
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
না বুঝেও বোঝার ভান করার চেয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করা ভাল ।- বেকন
ধৈর্য, সততা ভদ্রতা, নম্রতা ও উদারতা জ্ঞানীর লক্ষন, যে কথা বলবে- জ্ঞানের কথা বলবে, কারো দোষ দেখলে প্রচার করবে না, দান করবে কিন্তু গঞ্জনা দেবে না, সচ্ছল অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করবে, যথাসম্ভব কিছু প্রার্থনা করবে না, অভাবীকে কটাক্ষ করবে না, সৎ কাজে অলসতা করে না, বিপদে আল্লাহ্কে ভুলে না, নিজ ধনে অন্যের মঙ্গল খুজে, অন্তর ও বাইরে একরূপ, অন্যের জানমাল রক্ষার জন্য নিজের জানমাল বিসর্জন দেয়, কৃপা করেও কৃতজ্ঞ থাকে। - লোকমান হেকিম
পৃথিবীকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো |-মহাত্মা গান্ধী
ভালো কাপড় আড়াল তৈরি করতে পারে কিন্তু বোকা কথায় তার বোকামি প্রকাশ করে দেয় ।- ঈশপ
হাঁটুতে ঝুঁকে, মাথা নিচু করে বেঁচে থাকার চেয়ে বুক টান করে দাঁড়িয়ে মরে যাওয়া উত্তম |-চে গুয়েভারা
প্রবাদঃ
মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে |-আরবী প্রবাদ
পাকা চুল বার্ধক্যের চিহ্ন হতে পারে, কিন্তূ এটা জ্ঞান বা পান্ডিত্যের চিহ্ন নয় | -গ্রীক প্রবাদ
২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।
পৃথিবীকে যেভাবে বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনো |
সিরিজ করলে কিন্তু এমন আকর বাণীর সিরিজ করবেন ভাই। প্রিয়তে না নিলে প্রিয়তালিকা ক্ষুদ্র দেখাবে।
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ আপনাদের মন্তব্যর জন্য । চেষ্টা করব সিরিজ আকারে করার ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫
ব্লগার রানা বলেছেন: অনেক সুন্দর! সিরিজ করতে পারেন