নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোধ হয় এখনও মানুষই আছি....

রাজ বিদ

মানুষ হওয়ার চেষ্টায় আছি। জীবনের অমোঘ সত্যগুলো উদঘাটনের চেষ্টায় আছি। যেদিন বুঝবো আমার আর সত্য খুজার স্পৃহা নেই সেদিন বুঝবো আমি মারা গেছি

রাজ বিদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা না ছাইঃ বালিকা-ব্যাধি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯



অতঃপর বালিকা-ব্যাধি
সংক্রমিত হল সর্বজনে,
যে ব্যাধি বক্ষে বহিয়া
মানব বিচরে বিশ্বচরে,
যে ব্যাধির সংক্রমণে
ভূলোক দ্যুলোক সরাজ্ঞানে,
হে বালিকা,তুমি করেছ মহান
মানবজাতিকে সন্তর্পণে।

মানব?
তারা আকাশ ভেদিয়া মহাকাশে যায়
মহাকাশ ফুঁড়িয়া চাঁদ তারায়,
হাতের মুঠোয় বিশ্ববন্দি
উপগ্রহের ঘূর্ণায়নে।
আঙুলের টিপে হাজির নাজির
কোলের উপর বাতায়নে।
চোখের ইশারায় যন্ত্র নড়ে
মগজের অপকর্ষণে।
পৃথিবীবক্ষে যেন শাশ্বত,
তবু বিকল মহাযন্ত্র তুমি
সেই মায়াবিনীর মায়াবাণে।

পাতাল ফুঁড়েও অবিশ্রান্ত যারা
পাথার চষেও জলজ্যান্ত তারা,
তপ্ত মরুচারী তারা,শুভ্র বরফভেদীও তারা
আগ্নেয়গিরিরে একপাশে লয়ে
করে আমরণ বসবাস,
তবে গলনাংকে পৌছে গিয়া
উঠে তাহাদের নাভিশ্বাস।
জ্বালাময়ী প্রেমচুল্লি,
বয়সানুপাতিক জ্বালানী সাপেক্ষে
গগনবিদারী অগ্নি,
কর্ণবিদারী চিৎকার
আকণ্ঠ মধু ঝরঝর,
হঠাৎ বেতার মারফৎ ফুতকার।
জ্বালানীর আতিশয্যে তখন হৃদয়গহীনে বিস্ফোরণ
রক্তবাহিকা ফুলিয়া ফাপিয়া গাত্রজুড়ে আলোড়ন,
সে যে এক মহা বিনোদন!
থেকে থেকে ঘটিয়া চলে পর- মানবিক চুম্বকায়ন
ক্ষান্ত হওয়ার নয় তবু হরিণীর এই অন্বেষণ
একদা তাহা হইয়া উঠে মজ্জাগত বিভীষণ।!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৬

তার আর পর নেই… বলেছেন: মানবের এত শক্তি থাকলেও সেই বালিকার কাছেই কুপোকাত ;)
ভাল্লাগছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

রাজ বিদ বলেছেন: ঠিক বলেছেন :) ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

রাজ বিদ বলেছেন: দুঃখিত আপনাকে ভাই ডেকে ফেললাম। আপনি বোধহয় আপু।।।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭

আহনাফ নীল বলেছেন: বালিকা!!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

রাজ বিদ বলেছেন: হ্যা বালিকা :) ভাল থাকবেন আহনাফ নীল।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

রাজ বিদ বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। অনুপ্রাণিত হলাম। ভাল থাকবেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

তার আর পর নেই… বলেছেন: জ্বি না, আমি ভাই … :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

রাজ বিদ বলেছেন: যাচ্চলে।। ফেলে দিলেন তো বিপাকে? B:-) পরের বার থেকে খালি ধন্যবাদ দিব,ভাই বোন আপুনি এইসব বলা যাবে না :D তবে আপনার পোস্টে করা কিছু মন্তব্য থেকেই আমার এই ধারণা বদ্ধমূল হল যে আপনি আপু।যাই হোক,ভুল ধারণা করিয়া থাকিলে নিজগুণে অধমকে ক্ষমা দিয়ে দিবেন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

তার আর পর নেই… বলেছেন: নই নারী, নই পুরুষ
আমি শুধুই মানুষ
দুই হাত, দুই চোখ
মানুষের মতোই মুখ …
=p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

রাজ বিদ বলেছেন: বাহ! পুলকিত হলুম :) আমিও খানিকটা চেষ্টা করি?

সে আবার কেমন মানুষ
যার মনুষ্যরুপ মুখ
গোটা দুই হাত,গোটা দুই চোখ
তবু নয় সে মনুষ্য?
কি যে রহস্য!
অবিলম্বে এর জট খুলুক।

আমি বলি কি,সে মনুষ্য নয়
কল্পলোকের কোন রহস্য নয়
মানবের মাঝে বিরাজমান
অমোঘ কোন সত্য সে,
ধমনী শিরায় বহমান
চির অম্লান অমরত্ব সে,
প্রতি মানবে সুপ্ত কি লুপ্ত
মহীয়ান মনুষ্যত্ব সে।

এই অধমের প্যাচপ্যাচানী শোনেও
বিরক্ত নয় অনুরক্ত সে। :-B

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

তার আর পর নেই… বলেছেন: বলিনি আমি মনুষ্য নই,
আমি মানুষই হই,
বইছে শরীরে লাল রক্ত,
মনুষ্য ধর্ম আছে যতো,
লালন করছি রাগ, হিংসা
দুঃখ, অনুরাগ, ভালবাসা …

পুরুষ হয়ে হয় সে অধিপতি,
নারী হলে থাকেনা তার গতি
তাইতো আমি শুধুই মানুষ,
এইবার হোক সবার হুশ

;) ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

রাজ বিদ বলেছেন: সে কী?
কে বলেছে থাকেনা গতি,
নারী জাগরণে কত আয়োজন কত কৃচ্ছ্রসাধন
হচ্ছে অতি
নারীও যে বসে আছেন হয়ে অধিপতি,
আধুনিকতার দোহাই দিয়ে নারী উঠেছেন কত উচুতে
পুরুষ চাইলেও টেনে পারবেনা নামাতে।
তবে কি সবই ভীমরতি?
সবই জালিয়াতি?
যদি নাই হয় তবে আপনার কি মনঃখেদ হয়েও নারী,
নারীর স্থান সর্বোপরি।
যে জানেনা দিতে নারীরে সম্মান
তারা অমানুষ, তা মানি।
তাই বলে নারীত্ব গোপন রেখে
বয়ে যাবেন আত্মগ্লানি? B:-)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।ভাল্লাগছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

রাজ বিদ বলেছেন: আপনাদের ভাল লেগেছে জেনে আসলেই অন্যরকম অনুভূতি হচ্ছে।ধন্যবাদ রুদ্র জাহেদ।অনুপ্রাণিত হলাম।যদিও কবিতা লেখার ক্ষেত্রে আমার রসদের যথেষ্ট ঘাটতি।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: পড়ুন চর্চা করুন জানুন জানান...আরো ভালো হবেই...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

রাজ বিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত পরামর্শের জন্য ^_^ চেষ্টা জারি থাকবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.