![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার চেষ্টায় আছি। জীবনের অমোঘ সত্যগুলো উদঘাটনের চেষ্টায় আছি। যেদিন বুঝবো আমার আর সত্য খুজার স্পৃহা নেই সেদিন বুঝবো আমি মারা গেছি
একে একে ঢিলে হতে থাকে নাটবল্টু,কলকব্জা
সুপ্ত গেরস্থ খাটিয়ায় চিৎ
ভাঙিয়া পড়ে দরজা,
চৈত্র-খরা বৈশাখী ঝড়ে
উড়িয়া যায় ঘর দুয়ার,
হায় গেরস্থ খাটিয়ায় শুয়ে
সপ্তম আকাশে ঘোর সওয়ার।
গেরস্থ ছিল শ্রান্ত বড়
পরাজিত ও ক্ষান্ত বড়
সীমান্তে সর্বস্বান্ত তবু
বাহিরে জলজ্যান্ত,
তবে ভেতরে রণক্লান্ত সে
প্রকৃতির প্রতি উদাসীন
তবে প্রকৃতির বড় ভক্ত সে,
হাল ধরেছিল শক্ত অতি
তাতেই অনুরক্ত যেন,
প্রকৃতির লীলা জানতো সে
তবে প্রকৃতিও তার জানতো।
গভীরে প্রবেশ করত যদি,
ভুল তার বড় ভাঙত।
কেতাদুরস্ত বাহনটি তার
জড়তায় এসে থামত।
অনতিবিলম্বে একদিন
দুর্দিন আসে ঘনিয়ে,
প্রকৃতির আদেশ ধ্বনিত
জগৎজুড়ে অনুরণন
ধরণীতল কম্পিত,
গেরস্থ তবু নির্লিপ্ত কেন!
তার কর্ণকুহর কি রুদ্ধ?
কর্ণগোচর হলেও বা কি
সে যে উদাসীন এক ভক্ত।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
রাজ বিদ বলেছেন: তা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না, সুনামি বলে কথা মন্তব্যের জন্য ধন্যবাদ..
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
আরণ্যক রাখাল বলেছেন: ছাই
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬
রাজ বিদ বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল আপনার মন্তব্যের জন্য
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
jack ma বলেছেন: পডে ভালো লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
রাজ বিদ বলেছেন: ধন্যবাদ jack ma। ভাল থাকবেন।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা না ছাই! পদ্যের মতো।ভালোই লাগল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
রাজ বিদ বলেছেন: কবিতা আর পদ্যের মধ্যে পার্থক্যটা অস্পষ্ট ছিল।এইমাত্র জেনে নিলাম। কবিতা হবে উপমায় ভরা।কবিতার আক্ষরিক অর্থ গ্রহণ করলে চলবেনা।মূল বক্তব্য সহজে আঁচ করা যাবেনা। অন্যদিকে পদ্যের শব্দগুলো হবে সহজ,সরল,বোধগম্য। নতুন করে অর্থভেদ করার প্রয়োজন পড়বেনা।আক্ষরিক অর্থ আর মূল অর্থ হবে একই।সেদিক দিয়ে আমারটা পদ্যই হয়ত।
ধন্যবাদ আপনাকে রুদ্র জাহেদ।ভাল থাকবেন।শুভেচ্ছা রইল।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: লাইনগুলো ভেঙ্গে দিয়েছেন বেশি, তাই কবিতার মত লাগছে না ।
শুভ কামনা রইলো ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
রাজ বিদ বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন আপনার গঠনমূলক মতপ্রকাশের জন্য। আমি অকপটেই স্বীকার করছি,আদর্শ কবিতা হিসেবে এ লেখা লিখিনি। এক্ষেত্রে আমার সামর্থ্যও খুব অল্প।শুধুমাত্র মনের এলোমেলো ভাবগুলো প্রকাশের কোন মাধ্যম খুজছিলাম। :-)
ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: সুনামি হলেও টের পাবে না