![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
https://www.youtube.com/watch?v=JHDkALRz5Rk
মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ্যাৎ আমেরিকায় দরিদ্র্য থাকতে পারে, একথা এ দেশের মানুষ বিশ্বাস করে না। কিন্তু ডয়চে ভেলে-এর সরিজমিন এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, আমেরিকায় অতিদরিদ্র জনসংখ্যা ১ কোটি ৪০ লক্ষ। এই প্রতিবেদনে যে প্রদেশের দারিদ্র্য তোলা ধরা হয়েছে, তার মধ্যে একটি হলো ক্যালিফোর্নিয়া। আমি ২০১৫ খ্রিস্টাব্দে সেখানে কিছু অবস্থানকালে এই চিত্রটি প্রত্যক্ষ করেছি। তখন এসব দেখে মনে হয়েছিলো যে, দারিদ্র্য কপালে থাকলে আমেরিকাই কী আর ইথিওপিয়াই কী। এর থেকে নিষ্কৃতি নেই।
২| ০৯ ই মে, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: দরিদ্র লোক পৃথিবীর সব দেশেই আছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০২১ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার বক্তব্য, "দারিদ্র কাপালে" থাকলে ...এর থেকে নিস্কৃতি নেই"।
-আপনার কপালটা কোন গণককে দেখান।