নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ \nআধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

রেজাউল করিম ফকির

অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজাউল করিম ফকির › বিস্তারিত পোস্টঃ

সৃজ্যমান ভাষা, উপউপভাষা, উপভাষা ও ভাষার মধ্য বিভ্রান্তি

০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:৪৯

দেশে ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক শক্তির একটি অংশ, যাদের ভাষাপরিকল্পনা সম্পর্কে কোনও জ্ঞান নেই, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি ও সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিক-এর কূটচালে বাংলাদেশে কথিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বুলিসমূহ শ্রেণিকরণে এক নতুন প্রস্তাবনা হাজির করেছে। উল্লেখ্য যে, সুনীতিকুমার চট্টোপধ্যায়, সুকুমার সেন ও মুহম্মদ শহীদুল্লাহ প্রমূখ ভাষাবিজ্ঞানীগণ প্রায় এক শতাব্দী পূর্বে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের বুলিগুলোর একটি শ্রেণিকরণ পেশ করেছিলেন। কিন্তু তাঁদের এই শ্রেণিকরণকে উপেক্ষা করে পুর্বোক্ত ব্যক্তিগণ নতুন এক প্রস্তাবনা হাজির করেছেন। তাঁরা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কে ব্যবহার করে ঘোষণা করে যে, বাংলাদেশে ৫০টি ভাষা কথিত হয়ে থাকে; সেজন্য বাংলাদেশ একটি বহুভাষিক রাষ্ট্র। কিন্তু ৫০টি ভাষার উপস্থিতি সম্পর্কিত আমাই-এর দাবীটি সঠিক নয় এবং বহুভাষিকতার সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশকে বহুভাষিক রাষ্ট্র হিসেবে চিত্রায়িত করার সুযোগ নেই। কারণ সংবিধানে বাংলা ভাষাকে জাতীয় ও রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বুলিসমূহের ব্যাপারে কোনওকিছু বিবৃত নেই। তাছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের কতকগুলো আদিবাসী আর কতকগুলো উপজাতি হওয়ায়, তাদের বুলির মর্যাদা এক নয়। আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতালি ও গারো, যাদের বুলি ভারতের কয়েকটি রাজ্যে ভাষা হিসেবে স্বীকৃত। সে হিসেবে এগুলো বাংলাদেশেও ভাষা হিসেবে স্বীকৃত। আবার উপজাতীয়দের মধ্যে রয়েছে মারমা ও ত্রিপুরা, যারা যথাক্রমে আরকানায়িত ও আর্যায়িত জনগোষ্ঠী। তাই মারমা ও ত্রিপুরাদের কথিত বুলি ভাষা হিসেবে স্বীকৃত। অন্যদিকে রয়েছে বম, খিয়াং, খুমি, কুকি, লুসেই (মিজো) ও পাংখুয়া নামক কিছু আদিবাসী, যাদের বুলিগুলো মিলে একটি তিব্বতীয়-বর্মী ভাষাগুচ্ছ তৈরি করেছে। এছাড়া সাদরি, চাকমা, তঞ্চঙ্গ্যা, সাদরি, হাজং, কোচ, পাত্র, সৌরা— এগুলো ভাষা নয়, এগুলো হলো সৃজ্যমান ভাষা, যা বাংলা ভাষারই উপভাষা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.