![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
সাত্তার মিয়ার একটা ট্যাব আছে, ট্যাবটা কেনার পর থেকে ওনার এক অভ্যাস ( বদঅভ্যাস ) হয়েছে - সকালে বাথরুমে বসে ট্যাবে অনলাইনে ই-পত্রিকা পড়া। এরপর থেকে বাথরুমে তার শুধু বিসর্জণই হয় না, কিছু কিছু অর্জনও হয় (জ্ঞান)।
এ পর্যন্ত সব ঠিক ছিল, ফ্যাঁকড়াটা বাঁধে তখন, যখন সাত্তার মিয়া তার ট্যাবে ভাইবার ও ইমো ইনস্টল করে পরিচিতজনদের সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে।
এখন সকালে বাথরুমে অনলাইনে ই-পত্রিকার পড়া শুরু করলেই কেও না কেও তাকে ভিডিও কল করে বসে ?
কী মুসিবত !
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ বিজন রয়, ভাল থাকবেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ভালোই মুসিবত !!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: হা হা ট্যাবে ট্যাবে মাসতুতো ভাই।