![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
প্রথম দিন
: কী দিয়া ভাত খাইলি ?
: গরুর গোসত দিয়া ভাই ।
: গোস্ত কি দিয়া রানছে, আলু দিয়া না আলু ছাড়া ?
: আলু ছাড়া ।
: আলু ছাড়া গোস্ত খাইয়া মজা না।
: না, মনে হয় আলু দিছিল, বাটিতে দুই একটা দেখছি ।
: ধুর ! আলু দিয়া গোস্ত কোন স্বাদের ? গোস্তের স্বাদ আলুতে যায় গা ।
: আলু দিলেও দোষ, না দিলেও দোষ !! ভাই আমি গোসত খাই-ই নাই, হইছে ?
দ্বিতীয় দিন
: আজ কী দিয়া ভাত খাইলি ?
: গো... না, মাছ, আইড় মাছ দিয়া ভাই।
: মাছ কি আলু দিয়া রানছে ?
: হ, আলু দিয়া ।
: ধুর ! আলু দিয়া মাছ কোন স্বাদের ?
: অ... ! ভাই, মাছ কাচা খাইলে চলব ??
সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন বছরে শুধু ক্যাল্ডোরটাই বদলাবে,
আর সব থাকবে আগের মতো!
তার পরেও নতুন বছরের
শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিন পাইলাম, তবে গেয়ানী লুকেরা এমনি হয়
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২
মানিজার বলেছেন: প_রথম আলু ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
মরুচারী বেদুঈন বলেছেন: হা হা হা!
ঝামেলায় আছেন নাকি মজায় আছেন?
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ । দুটায়ই আছি । ভাল থাকবেন ।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্প হলে আরও জমত।