![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
ছাত্রছাত্রীদের প্লেকার্ডে অশ্লীল শব্দ ব্যবহার দেখে অনেক ভদ্রলোক ও ভদ্রমহিলা এখনও কষ্টে মরে যাচ্ছেন, ভেবে পাচ্ছেন না - এই কোমলমতি শিক্ষার্থীদের এত অধঃপাত হলো কিভাবে ? উনারা উনাদের ফেবুর শ্লীল ওয়াল ধিক্কারে ধিক্কারে ভরে ফেলছেন ?
আচ্ছা, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দশটা গালি দিন তো,
হ্যাঁ দশটা গালি দিন ।
আমি বাজি ধরে বলতে পারি আপনার ছয় নম্বর গালিটা হবে - তোর মায়রে ... ! আর যদি আপনি ইংরেজি গালিতে অভস্ত্য হন, তাহলে আপনার তিন নম্বর গালিটা হবে, ফাক ইউ !
আপনি কি ভেবেছেন, এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্লেকার্ড হতে আপনাকে সম্ভাষণ জানাছে ? শুভেচ্ছা জানাচ্ছে ?
জ্বী না,
তারা গালি দিচ্ছে,
গালি দিচ্ছে এই ভ্রষ্ট সমাজ ব্যবস্থাকে, ভ্রষ্ট রাষ্ট্র ব্যবস্থাকে, ভ্রষ্ট রাজনীতিকে, ভ্রষ্ট নেতাকে, ভ্রষ্ট আমলা ও তার কামলাকে।
আপনার এই গালি সহ্য না হলে প্লিজ প্লেকার্ডের দিকে তাকাবেন না, কেননা যতবার তাকাবেন ততবার আপনাকে এই গালি হজম করতে হবে ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮
গরল বলেছেন: পুলিশে ভাষা নিজ দায়িত্বে দেখে নিন
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: এ ধরনের কুৎসিত শব্দ ব্যবহার এবং ডিসপ্লে কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয় ! এদের যদি পুলিশ থ্যাপড়ায় আমি থ্যাংকস বলব! ভদ্র ভাষায় প্লেকার্ড লেখা যায় না? ওরা মগজহীন প্রাণী, অশ্লীল কুরুচিপূর্ণ ভাষা এদের কাছে ফ্যাশন। ৯৫% শিক্ষার্থী স্মার্ট ফোনে সানি লিওন দেখে।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬
জগতারন বলেছেন:
শাজাহান খান একজন পদলোভি, নির্লজ্জ ব্যাক্তি।
সরকারকে এমন বেকায়দায় ফেলার কারনে তাকে আগেই ক্ষমতাচ্যুত করা উচিত ছিল।
তা হইলে এই এই দুর্নীতির অভায়াশ্রম শাজাহান খানই হাছিনাকে গদিচ্যুত-এর কারন হবে।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
রাজীব নুর বলেছেন: এ ধরনের কুৎসিত শব্দ ব্যবহার এবং ডিসপ্লে কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয় ! এদের যদি পুলিশ থ্যাপড়ায় আমি থ্যাংকস বলব! ভদ্র ভাষায় প্লেকার্ড লেখা যায় না? ওরা মগজহীন প্রাণী, অশ্লীল কুরুচিপূর্ণ ভাষা এদের কাছে ফ্যাশন। ৯৫% শিক্ষার্থী স্মার্ট ফোনে সানি লিওন দেখে।
সহমত! আপনি ভাইভা পরীক্ষায় লুঙ্গী আর গেঞ্জি পড়ে আসিয়েন। আপনার চাকুরী কনফার্ম! আসবার কালে ল্যাংটা আসছেন ভাইভাতে গেলে সমস্যা আছে কি?
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: প্রতিবাদের ভাষা অশ্রাব্য গালি-গালাজ ছাড়া কি হতে পারেনা?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। উনাদের উচ্চমার্গিয় মস্তিস্ক এটা স্ক্যান করতে ব্যর্থ হচ্ছে। ধন্যবাদ আপনাকে।