নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু সিদ্দিকের মননভুবন

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক

রাজু সিদ্দিক

আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .

রাজু সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বন্যার থ্রিল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

: বুঝলেন ভাই, আমরার দেশে পইত্তেক বছর বন্যা হয়, কিন্তুক এই বন্যায় কোন মজা নাই, উত্তেজনা নাই । মাইনে, কোন থ্রিলই নাই।
: বন্যায় আবার থ্রিল কী ?
: হ ভাই, এই যে অষ্ট্রেলিয়ায় বন্যা হইতাছে, আর এই বন্যার পানির লগে শহরে কুমির চইলা আসছে। এহন ডরে কেউ রাস্তাই নামে না, নামলেই সোজা কুমিরের পেডে । কি উত্তেজনা ! এই দেহেন আমার শইল্লের লোম খাড়াইয়া গেছে, দেহেন, দেহেন ।
: ঠিকই বলেছিস, আমাদের দেশের বন্যায় কোন উত্তেজনা নাই, থ্রিল নাই, কুমিরও নাই, কিন্তু ম্যানহোল আছে, বন্যায় রাস্তায় নামবি, সোজা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা না হলে বালু নদীতে গিয়ে উঠবি। দেখ আমার শরীরের লোম ভিজ্জা গেছে, দেখ, দেখ ।
: দূরু ! আপনের লগে কতা কইয়া মজা নাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

তারেক ফাহিম বলেছেন: বন্যার লগে মাছ আসে আমাগো দেশে :D

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: প্রতি বছর আমাদের দেশে বন্যা হয়। আজ পর্যন্ত কোনো সরকার বন্যা ঠেকাতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.