![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । সেটা যে কোন সময়ই হতে পারে ।
মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনার আশা নতুন নয়। টেলিস্কোপ ও বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে তার সন্ধানও চলছে। তবে এবার মঙ্গলের জমির উপরে নয়, মাটির গভীরে প্রাণের স্পন্দন পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।
মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন তো বটেই, এক মহিলাকেও দেখতে পেল সোশ্যাল মিডিয়া! নাসার প্রকাশিত দু’টি ছবি নিয়েই চলছে গুঞ্জন। তার একটিতে কাঁকড়া এবং অন্যটিতে এক মহিলার অস্তিত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। নাসা এখনও মঙ্গলে প্রাণের অস্তিত্বের সন্ধান দিতে না পারলেও সোশ্যাল ইউজাররা তা একরকম নিশ্চিত করে ফেলেছেন!
মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন আছে কিনা তা নিয়ে জল্পনা নতুন কিছু নয়। এখন সোশ্যান ইউজারদের জল্পনা, সত্যিই কি কোনও মহিলা আছেন লাল গ্রহে? কে তিনি? তিনি কি পৃথিবীর কেউ? নাকি ভিনগ্রহী প্রাণী? কেউ একটা মন্তব্য করলে তার পাল্টা মম্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল ওয়াল। কেউ কেউ ছবিতে মহিলার আকৃতির ওই বিশেষ প্রাণীকে ‘ভুত’ বলেও মনে করছেন। তাঁদের মনে হচ্ছে, ছবিতে ধূসর প্রান্তরে ওই প্রাণীর হাত, মাথা বেশ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে।
এই ছবিটি ছাড়াও নাসার প্রকাশিত মঙ্গলের আরও একটি ছবি নিয়ে বেশ হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ রঙের বিস্তীর্ণ পাথুরে অংশের এক কোণে কিছু একটা দেখা যাচ্ছে। সেটাকেই কাঁকড়া বলেই মনে করছেন সোশ্যাল ইউজাররা!
মূলতথ্য: Click Here
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১১
রেজওয়ান26 বলেছেন: কেন ভাল, তা তো বললেন না?
২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫
মো কবির বলেছেন: ভাই মুলতথ্য আনন্দ বাজার পত্রিকা দিলেন কিন্তু নাসার ওয়েবে এমন কোন তথ্য পেলাম না খুজে।
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৫
রেজওয়ান26 বলেছেন: না পাওয়ারই কথা।
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মঙ্গলেও নারী
কি অমঙ্গল.......
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭
রেজওয়ান26 বলেছেন: সব নারীই কিন্তু অমঙ্গল আনে না। আপনি সম্ভবত: বাংলাদেশের প্রেক্ষিতে বলেছেন। বাংলাদেশ বাদ দিয়ে ভাবুন.....
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৩
মাঘের নীল আকাশ বলেছেন: প্রান আছে কী নাই তারই ঠিক নাই...পাবলিক 'মহিলা' খুঁইজা পায়া গেল...!!! মনের মধ্যে কুচিন্তা থাকলেই সবখানে কেবল মাইয়া দেখন যায়...
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
রেজওয়ান26 বলেছেন: আপনি কিন্তু জটিল বাক্য ব্যয় করলেন বেরাদার!!!!!!
৫| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: সব নারীই কিন্তু অমঙ্গল আনে না। আপনি সম্ভবত: বাংলাদেশের প্রেক্ষিতে বলেছেন। বাংলাদেশ বাদ দিয়ে ভাবুন....কোন নারীর ভয়ে এমনটি বলছেন বলুন মশাই চুপি চুপি
১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
রেজওয়ান26 বলেছেন: আপনি অনেক মেধাবী তাই আর কিছু বললামনা......
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
মহিলা থাকলে জীবন স্হায়ী হবে কিছু সময়ের জন্য
২৪ শে মে, ২০১৬ রাত ১০:০৭
রেজওয়ান26 বলেছেন: মজা দিলেন গাজী ভাই...
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
ভালো, মহিলা থাকলেই ভালো।