![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি এই দেশ, এই দেশের মাটি ও মানুষকে। আমি মুক্তিযোদ্ধার সন্তান এটা আমার গর্ব।
হরতালের কারণে আমাদের পুরো সেমিষ্টার হুমকির মুখে..ক্লাস হচ্ছেনা কিন্তু যথা সময়ে সেমিষ্টার শেষ হবে...আমার মত লাখ লাখ শিক্ষার্থী আজ শঙ্কিত তাদের শিক্ষাজীবন নিয়ে....তাদের হরতাল নাকি জনগনের কল্যাণে দেয়া হয়!!! তো আমার প্রশ্ন হলো লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তাই ফেলে দিয়ে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে, সাধারণ মানুষের জানমাল ধ্বংস করে কি মানুষের কল্যাণ সাধিত হয়? যদি তা না হয় তাহলে এ কি শুধুই ক্ষমতা লাভের রাজনীতি? মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গে ফায়দা লুটা? তবে শুনে রাখুন আমি নতুন ভোটার হয়েছি..আমার মত অনেক তরুণই আছে যারা এইবার প্রথমবারের মত ভোট দিবে....আমরা মুখিয়ে আছি আমাদের সেই একমাত্র অস্ত্র দিয়ে আপনাদের ঘায়েল করার জন্য। এছাড়া তো আমাদের আর কোন উপায় নেই, আমরা অসহায়.......হে তরুণ বন্ধুরা তোমরা শুনতেকি পাও???
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১১
মুচি বলেছেন: শুনতে পাই না ভাই, হরতাল যখন ছিল না, তখন থেকে জ্যাম খাইতে খাইতে ১.৫ বছর বসে কাটাইছি, এখনও লেট এর উপর আছি, আর ২-১ জ্যাম খাইতে ডরাই না।
জ্যাম যখন ১ বার খেয়েছি, আরও খাব, তবু আমাদের শিক্ষাজীবনকে আরও প্রলম্বিত করে ছাড়ব ইনশাল্লাহ।