নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

আমরা কেন হেরে যাই

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

জীবন নিয়ে আমার নিজস্ব দর্শন :-

জীবন একটা অধ্যায়। বড় ই করুন ।যুদ্ধের মতো ।এখানে লড়াই করে টিকে থাকতে হয় । লড়াই এ জয় পরাজয় আপনার ওপর ই নির্ভর করে । ধরুন যুদ্ধ চলছে , আপনাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো এখন আপনি যদি নিয়ত করে বসে থাকেন আমরা হারবো তাইলে কনফার্ম আপনাকে কে ও জিতাতে পারবে না,, এমন ও কাহিনী আছে ৫০০০ সৈন্য নিয়ে ৫০০০০ সৈন্যকে পরাজিত করছে একমাত্র সেনাপতির কৌশলের কারণে
সুতরাং জীবন নিয়ে হতাশ না হয়ে যুদ্ধের ময়দানে আপনি সেনাপতি হবেন নাকি যোদ্ধা হবেন নাকি ভয়ে পালাবেন এটা একান্ত আপনার সিদ্ধান্ত কারণ জয় পরাজয় আপনার কাছেই ,, সুতরাং জীবন নিয়ে হতাশ না হয়ে একজন কৌশলী সেনাপতির মতো জীবন নামক যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করে জান , চেষ্টা , ধৈর্য, একাগ্রতা, সব থাকলে এ জগতে কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না
বিজয় আসবেই ইনশাআল্লাহ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

সৈয়দ কুতুব বলেছেন: বেশি বেশি কমেন্ট করেন বিভিন্ন ব্লগে। রেগুলার নিজে থেকে ১ লাইন হলেও লিখেন। স্বাগতম।

২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

সৈয়দ কুতুব বলেছেন: সামনের পাতায় অতি শীগ্রই দেখতে চাই।

১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪

এসো চিন্তা করি বলেছেন: ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩১

সোনাগাজী বলেছেন:



আপনার সবকিছুতে নিজস্ব দর্শন আছে! আপনি এখন আর কি পড়ছেন?

১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

এসো চিন্তা করি বলেছেন: ভাই আমি দার্শনিক , তাত্ত্বিক, ইসলামিক , ঐতিহ্য মোটামুটি সবার বই পড়াশোনা করি
বিভিন্ন বিষয় লেখালেখি করি নিজের চিন্তা দিয়ে , আমাকে সাপোর্ট করবেন ভাই
আর লেখাগুলো পড়বেন
ধন্যবাদ।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২১

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার সোনাগাজী সিনিয়র সিটিজেন এবং শিক্ষক মানুষ!

৫| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়বেন। পড়ার চাইতে, জানার চাইতে আর কোনো কিছু মূল্যবান নয়।

২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০২

এসো চিন্তা করি বলেছেন: হে ভাই আমি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, ইসলামিক স্কলার , বিখ্যাত ব্যাক্তিবর্গদের ব ই নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করি
জ্ঞান অর্জন যেহেতু ফরজ তাই অন্যান্য ইবাদাতের মতো এটাকে আমি একটা ইবাদত ই মনে করি ।
ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য ☺️❤️

৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ

ব্লগে স্বাগতম আপনাকে
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.