নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
মৃত্যু ভয় নিয়ে আমার নিজের দর্শন
লেখনী :- রেদওয়ানূল হক নাসিফ
প্রশ্ন :-সাধারণত মৃত্যুর হুমকি মানুষের মনে বেঁচে
থাকার আগ্রহ যোগায় ? (পাওলো কোয়েলহো )
আচ্ছা কখনো কি মনে প্রশ্ন জাগে না যে আজ হোক বা কাল অথবা এই সেকেন্ড ই হোক মৃত্যু হবে ,তারপর কেনো আমি
সব কিছু তে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি , কারণ কি জানেন খুব সহজ , একটু গভীর ভাবে চিন্তা করুন বুঝতে পারবেন , অতি সহজ , কি বুঝতে পারেন নি
তাইলে শুনেন আমি বলছি ,,
পৃথিবীর মধ্যে যত গুলো সত্য আছে তার মধ্যে অনিবার্য একটা সত্য কথা বা বিষয় হলো মৃত্যু।আপনি কোনো কিছু বিশ্বাস করেন বা না করেন মরতে যে একদিন আপনাকে হবে এটা ঠিক বিশ্বাস করেন ।কারণ মৃত্যু অবধারিত। কেউ এটা থেকে বেঁচে যেতে পারবে না ।মরতে থাকে হবেই আজ হোক অথবা কাল অথবা কয়েক বছর পর হোক , তার নেই কোনো নিশ্চয়তা তার পর আমরা ঠিক ই কিন্তু সব কিছু তেই আনন্দ খোঁজার চেষ্টা করি , সুখে থাকার চেষ্টা করি , নিজেকে ভালো রাখার জন্য যা ইচ্ছা তাই করি , মূলত মৃত্যুর ভয় আমাদের এসব করতে বাধ্য করে । হয়তো অনেকেই ভাবছেন যে, মরেই যখন যাবো জীবন কে আর কেন উপভোগ করবো
কিন্তু না এটা কেউ ই ভাবে না সবাই ভাবে মৃত্যু যখন নিশ্চিত তাইলে উপভোগ করেই যাই ।।।
আপনি বিশ্বাস করবেন কিনা জানি না পৃথিবীতে যত বড় বড় অন্যায় অত্যাচার এর ইতিহাস রচিত হয়েছে যেভাবে দুর্বলের উপর সবলের অত্যাচার হয়েছে এর পিছনে কোন কারণ দায়ী জানেন তা হলো মৃত্যু্র ভয় । কারণ মৃত্যুর ভয় ছিলো বলেই ওরা এসব করতে বাধ্য হয়েছে ,
উদাহরণ স্বরুপ চেঙ্গিস খান , হিটলার ওদের দেখেন ওরা কি জানতো না ওদের মরতে হবে , অবশ্যই জানতো তাই তারা এসব করেছে বলেছে মরার কোনো নিশ্চয়তা নাই তাই আমাদের যা করার তাই করতেই হবে , তাই তারা করেছে নির্বিচারে মানুষ হত্যা,, রক্তের বন্যা
এখন ও এরকম হচ্ছে , দেখেন পুরো বিশ্ব কে নিজ চোখ দিয়ে তাইলে পরখ করতে পারবেন আসলেই তাই হচ্ছে ।
তাই মরণেই শত ভয় থাকার পর আপনার ঠিক ই জীবনে প্রতিটা মুহূর্ত আগ্রহ নিয়ে দেখেন আপনি সফল হবেন আপনার স্বপ্ন বাস্তব হবে , আপনি জীবন কে উপভোগ করবেন ,, এবং এটাই হয় ।।
তাই তো বলা হয় ভয় সব কিছু কে জয় করে ফেললে একমাত্র মৃত্যু ক্ষেত্রে ভয় জীবন কে জয় করতে পারে না
বরং আরো জীবন কে উপভোগ করার দিকে এগিয়ে নিয়ে যায় । মৃত্যু ভয় আসে বলে মানুষ সফল হবার জন্য পাগল হয় । মৃত্যু ভয় বা হুমকি না থাকলে তা কখনোই সম্ভব হয়ে উঠতো না ।।।।
Be positive, Think positive, You can understand every words, what can I say .....
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
এসো চিন্তা করি বলেছেন: দোয়া ভালোবাসা তে রাখবেন ভাই । আর ভুলক্রটি হলে ধরিয়ে দিবেন ভাই এটাই প্রত্যাশা ❤️
২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: মৃত্যুকে আমি ভয় পাই।
কারন আমার একটা ছোট মেয়ে আছে। আমি মরে গেলে মেয়েটার কি হবে?
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
এসো চিন্তা করি বলেছেন: মৃত্যুকে সবাই ভয় পায় ভাই , কিন্তু মৃত্যুর ভয়ে কিন্তু কেউ কারো কাজ কাম থেমে যায় নি , সে ঠিকই তার স্বপ্নের দিকে ছুটে চলে
যদি মৃত্যুর ভয়ে কেউ বসে থাকতো তাইলে এতো মানুষ কেউ সফল হতে পারতো না , সবাই এটা ভেবেই বসে থাকতো মরেই যাবো তো সফলতার কি দরকার,
আল্লাহ তো বলেই দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে...।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৮৫; সুরা : আনকাবুত, আয়াত : ৫৭)
মৃত্যু ভাই চরম সত্য, আল্লাহ আল্লাহ আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন , হয়তো আল্লাহ আপনি আমাকে যেকোন সময়
মৃত্যু দিয়ে দিতে পারেন এটার কোনো নিশ্চয়তা নাই ,তারপর জীবন জীবনের গতিতে চলছে যত ই মনে মৃত্যুর ভয় আসুক আমরা কিন্তু আমাদের কাজে থেমে যায় নি ।। আর ভাই আল্লাহ যেহেতু সকলের রিজিকদাতা তাই আল্লাহ ই সবার রিজিক কোথায় কার আছে লিখে রেখেছেন । আল্লাহের উপর ভরসা রাখতে হবে । ধন্যবাদ ভাই ❤️
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩
সৈয়দ কুতুব বলেছেন: সামু ব্লগে একজন ফিলোসফার এসে গেছে। দ্রুত সামনের পাতায় দেখতে চাই।