নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

টেনশন এর কারণ

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১০

মানুষের জীবনে টেনশনের দুটি কারণ লোভ আর অনিশ্চয়তা (আহমেদ ছফা)

যুক্তি খন্ডন :- খুব টেনশনে আছেন , তাই না খেতে গেলে টেনশন , কাজ করতে গেলে টেনশন , ঘুমাতে গেলে টেনশন খালি টেনশন আর টেনশন ,, টেনশন যেনো আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিশে আসে , ভাবছেন ইশ যদি এর থেকে মুক্তি পেতাম , তাইলে চলুন একটু আলোচনায় আসি ,

মানুষ সফল হতে চায় , চায় নিজের জীবন কে সুন্দর করতে , এগিয়ে নিতে সামনের দিকে, কিন্তু কোথায় যেনো এসে থমকে যায় এই পথচলা, একটা চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যে অবস্থা হয় আপনার ও সে অবস্থা ই হয় তাই তো , এখন এসব এর পিছনে কি কারণ জানেন
আপনি, কারণ আর কিছুই নয় একটু গভীরভাবে চিন্তা করেন তাইলে বুঝবেন লোভ আর অনিশ্চয়তা‌ আপনার
দুশ্চিন্তা তথা টেনশন এর কারণ ।

একটু উদাহরণ এ আসি , ধরেন আপনি কিছু একটা প্রতিষ্ঠান করতে গেলেন আপনার মাথায় চিন্তা থাকবে
যে বছরে এতো টাকা ইনকাম করবো আর মাসে এতো ।
এই লোভ এর চিন্তা কিন্তু মাথায় চলে আসলো তখন আপনার মনে টেনশন চলে আসবে ,, সেই সাথে আরেকটা জিনিস ও আসবে ভাবনা সেটি আপনাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে , আপনি খালি টেনশন করবেন , এই টেনশন থেকে আপনার শরীর মন সব খারাপ হবে , ।
এখন মুক্তির উপায় কি টেনশন থেকে উপায় হলো লোভ আর অনিশ্চয়তা এই দুটাকে ভুলে যান ,
কেনো কিছু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা পরিকল্পনার করে করুন তাই বলে এই পরিকল্পনা না যে
আমি এখন থেকে এতো টাকা ইনকাম করবো যেটা লোভ নির্দেশ করে , অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন তখন
দেখবেন কোনো টেনশন ই আর আসবে না মন মস্তিষ্কে।
Be positive, Everything will be positive.




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৩

সৈয়দ কুতুব বলেছেন: ভালো ভাবনা।

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

এসো চিন্তা করি বলেছেন: দোয়ায় রাখবেন ভাই ❤️

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনি কোন সাবকেক্টে পড়ালেখা করছেন?

১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১

এসো চিন্তা করি বলেছেন: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.