নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
ভালোবাসা নিয়ে আমার নিজস্ব দর্শন :
লেখনী:- রেদওয়ানূল হক নাসিফ
ভালোবাসা অথবা প্রেম কি ?
ভালোবাসা সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম , কারো কাছে ভালোবাসা মানে কোনো কিছু পাওয়া,কারো মনে জায়গা করে নেওয়া, কারো কাছে ভালোবাসা মানে কতগুলো ইতিবাচক অনুভূতির সমষ্টি যা তাকে জীবন এ প্রেরণার কারণ হয় , অথবা কারো দৃষ্টি তে ভালোবাসা হলো নিজের জীবন যৌবন উৎসর্গ করে দেওয়া কারো জন্য, কারো দৃষ্টিতে ভালোবাসা হলো কোনো কিছু বা কাউকে না পাওয়ার বেদনা , একেক জনের দৃষ্টিতে ভালোবাসা একেক ভাবে সংজ্ঞায়িত হয় , এর কারণ সবার দৃষ্টি ভঙ্গি আর চিন্তা ভাবনার জগত এক না
আচ্ছা এগুলো তো মানুষের নিজের তৈরি একেকজনের মতবাদ তাইলে আসলেই ভালোবাসা টা কি ?
**এখন আমি বিভিন্ন দার্শনিক ও বিখ্যাত ব্যাক্তিবর্গদের
দৃষ্টিকোন থেকে ভালোবাসা তথা প্রেম এর আলোচনা করবো :-
✓দার্শনিক এরিস্টটলের মতে প্রেম বা ভালোবাসা দুটি দেহে বসবাসকারী একক আত্মার সমন্বয়ে গঠিত।।
হয়তো ভাবছেন এটা কিভাবে হয় এক মানুষের দুটি শরীরে আবার এক আত্মা হয় কেমনে , বিষয় টা একবারে সহজ যখন আমরা কাউকে ভালোবাসি বা প্রেমে পড়ি তখন দেখবেন প্রিয় মানুষটার ভালো মুহূর্ত আপনার ও ভালো লাগার কারণ হবে খারাপ সময় আপনার খারাপ রাখার কারণ হবে মূলত এটাই বুঝাতে চেয়েছেন দার্শনিক এরিস্টটল ।
✓। রবার্ট এ হেইনলেইন এর মতে , ভালবাসা হল সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য। বিষয়টা বুঝলেন কি ? চলেন বোঝার চেষ্টা করি - আপনি যখন কাউকে ভালোবাসেন তখন আপনি তখন আর আপনার সুখ খুঁজেন না খুঁজেন প্রিয় মানুষ টাকে কিভাবে সুখে বা হাসিখুশি রাখা যায় তাই বলা হয়েছে ভালোবাসা হলো প্রিয় মানুষ টাকে সুখে রাখার প্রধান শর্ত ।
✓রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম।
আচ্ছা মানুষ যখন প্রেম বা কাউকে ভালোবাসে তখন তারা বেশী সময় আনন্দিত থাকেন , বিষয়টা কি জানেন
কারণ মানুষকে হাসিখুশি রাখার একমাত্র কারণ হলো প্রেম বা ভালোবাসা।। একটু গভীর ভাবে চিন্তা করুন ঠিক ই বুঝবেন ।
✓ জালাল উদ্দিন রুমি বলেছেন ,যে হৃদয় ভরপূর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে।”
হৃদয় হলো মানুষের সুখের থাকার মুল মন্ত্র। অর্থ্যাৎ হৃদয় ঠিক তো আপনি ও ঠিক , জানেন কি হৃদয় মানুষ কে সুখে রাখার প্রধান মাধ্যম , অর্থ্যাৎ হৃদয় যখন আনন্দিত থাকে তখন তো আপনার হৃদয় আনন্দের বন্যা
চলবেই । আর হৃদয় কে আনন্দিত রাখার একটা উপায় হলো প্রেম তথা ভালোবাসা।
✓সারসার সালানী মতে ,প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল, এ সমুদ্রের কোন তীরই হয় না।
ভালোবাসতে সবাই চায় , চায় কারো জীবনে আকর্ষণীয় মানুষ হতে , হতে প্রিয় পুরুষ অথবা প্রিয়তমা নারী ,
কিন্তু অনেকে ই আছে যখন প্রিয় মানুষ টার জীবন থেকে চলে যায় তখন নিজে একবারে অন্য জগতে চলে যায়, থাকে উদাসীন কেউ বা আত্নহত্যা ও করে
কারণ ভালোবাসা জিনিস টাই এমন কারণ এখানে রুপক ভাবে প্রেম তথা ভালোবাসা কে একটা সমুদ্র কল্পনা করুন এখন ভাবেন , সবাই সাঁতার কাটতে তো নামেই সমুদ্রে কিন্তু জানে না এই সমুদ্র থেকে আর কখনো উঠতে পারবে নাকি না ।কারণ এই সমুদ্রে সাঁতার তো কাটবেন ঠিক ই কিন্তু এই সমুদ্র কখনো আর উঠতে পারবেন কিনা তার নিশ্চয়তা নাই , কারণ সত্যিকারের ভালোবাসা এমন ই হয় ।
✓ব্রান্ডান্ট রাসেল এর মতে , যে প্রেম অনুরাগের পাত্রটিকে বিকাশের জন্য ছেড়ে দেয়, সে-প্রেমই যথার্থ প্রেম যে প্রেম ধরে রাখে, বিকাশের দিকে তাকায় না, সে প্রেম প্রেম নয়, স্বার্থপরতা ।।।।
আমরা বর্তমানে অনেক ধরনের ভালোবাসা দেখি বা প্রেম দেখি একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না , অনেকে আত্নহত্যা ও করে কিন্তু ভালোবাসা তাকে বলে না ভালোবাসা হলো প্রিয় মানুষ টার জীবনের উন্নতির জন্য থাকে শত কষ্ট হলে ওকে ওর পথে ছেড়ে দেওয়া ও যদি মনে করে তুমি ছাড়া ওর উন্নতি সম্ভব তাইলে ওকে ধরে না রেখে ছেড়ে দাও , কারণ তখন তুমি বলতে পারবা আমি ই প্রকৃত ভালোবাসার যোগ্য। প্রিয় মানুষ কে উন্নয়ন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি ।
কেউ কেউ বলেন ভাই অমুক কে কতো ভালোবাসতাম , কতোকিছুই না করলাম কিন্তু ওই আমার জীবন থেকে চলে গেছে , কেন ভাই ভালোবাসা এতো নিষ্ঠুর কেন ,
ভালোবাসা এতো খারাপ কেন , একটু চিন্তা করুন ভালোবাসা খারাপ না কারণ ভালোবাসা জিনিস টাই যে এরকম যার উৎপত্তি তো আছে বটেই কিন্তু এর শেষ
কোথায় কারো পক্ষে বলা কখনোই সম্ভব না কখনোই না ।
তাই এই সমুদ্রে সাঁতার কাটার আগে ভেবে চিন্তে সকল উপকরণ নিয়ে প্রস্তুত হয়ে সাঁতার কাটতে নামবেন , যেনো আপনি আবার ডুবে গেলে ও বেঁচে ফিরতে পারেন , যদি ও এই সমুদ্র ডুব দিলে আর কখনোই আর জেগে উঠা সম্ভব না কখনোই না ।
এজন্য হয়তো বলা হয়
"প্রেমের পবিত্র শিখা চিরকাল জ্বলে "
"স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে "
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬
এসো চিন্তা করি বলেছেন: জ্বি আচ্ছা ভাইয়া ধন্যবাদ ❤️
২| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
প্রামানিক বলেছেন: লেখা ভালো হয়েছে
২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
এসো চিন্তা করি বলেছেন: আপনাদের সাপোর্ট থাকলে আরো অনেক কিছু ই লিখবো ভাই
ধন্যবাদ ভাই ❤️
৩| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: খুব ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: সাপোর্ট করতে এলাম।
ছবি উপরের দিকে দিবেন।