নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
জয় সফলতা নিয়ে আমার ব্যক্তিগত অভিমত
কেন আমরা জয়ী বা সফল হতে পারি না
-রেদওয়ানূল হক( নাসিফ)
জয় বা বিজয় বা সফলতা হলো কোনো কিছু পাওয়া, অথবা কোনো কিছু অর্জন করা , অথবা কাউকে পরাজিত করা অর্থে ও জয় শব্দটি ব্যবহৃত হয় । এখন জয় বা সফলতা বলতে কি শুধু এটাকেই বোঝায় নাকি অন্য কিছু আসুন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কথার সাথে মিলানোর চেষ্টা করি :-
✓কলিন পাওয়েলের মতে , সাফল্য হল পরিপূর্ণতা, কঠোর পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা, আনুগত্য এবং অধ্যবসায়ের ফলাফল”।
আমরা একবার দুইবার চেষ্টা করার পরে হাল ছেড়ে দিয়ে বলি আমার দাঁড়া এটা সম্ভব নয় , কিন্তু না সফলতা এটাকে বলে না সফলতা হলো সবকিছু থেকে শিক্ষা নিয়ে নতুন করে পরিকল্পনা করে মাঠে নামা , তাইলেই সফলতা আসবে ।
✓অস্কার ওয়াইল্ড এর মতে , সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”।
বিজ্ঞান মানে হলো বিশেষ ধরনের জ্ঞান , অর্থ্যাৎ অদ্ভুত বা বিশেষ ধরনের জ্ঞান যে বিষয় আমাদের জানতে অবহিত করে সেটাই হলো বিজ্ঞান, এখন সফল হতে হলে আগে লক্ষ্য ঠিক করলেই খালি হয় না এখানে সফলতার সাথে যেসকল বিষয় জড়িত সবকিছু ই আসতে হবে তাইলেই সফলতা ধরা দিবে । অন্যথায় নয় ।
✓ক্রিস গ্রসার মতে , সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়”।
এটা আবার কেমন কথা হলো ঘটনা মানেই তো যা ঘটিত, সাফল্য ওতো একটা ঘটনা তাইলে ঘটবে না কেন
না আমি যেভাবে ভাবছেন বিষয়টি তেমন না মুটে ও
সাফল্য হলো ব্যতিক্রম একে আপনি নিজে না ঘটালে কখনোই ঘটবে না ।
✓আর্নল্ড গ্লাসগো মতে - সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”। আচ্ছা কখনো কি ভেবে দেখছেন আগুন কি কখনো একা একা জ্বলে , না বরং কোনো কিছু স্পর্শে আসলে তখন ই জ্বলে উঠে । ঠিক ই তেমনি ভাবে সফলতা টা ও এক ধরনের আগুন । আর স্পষ্ট টা হলো আমি বা আপনি , সুতরাং আপনার আমার স্পষ্ট ছাড়া সফলতা ও জ্বলবে না বা আসবে না ।
✓ফ্র্যাঙ্ক লয়েড- সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া”
ভালোবাসা মানে হলো কোনো কাজ এর প্রতি মন থেকে অনুপ্রেরণা আসা , মন সেই জিনিস টাকেই চায় , সফল হতে হলে ও এ বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে , পরিশ্রম করতে হবে কঠোর থেকে কঠোর তর , পড়তে হবে বিখ্যাত ব্যাক্তিবর্গদের ইতিহাস, তাদের সফল হবার কারণ , তারা কিভাবে ব্যর্থ হতে হতে সফল হয়েছেন ।
এখন পরিশেষে আমি নিজস্ব কিছু কথা বলবো সফলতা বা জয় নিয়ে কিভাবে আসলে আমরা জয়ী হতে পারি
আমার কথা একটাই
"জয় সবাই চায় কিন্তু জয়ী একজন ই হয়
যদি জয় চাও তাহলে নিজের ভেতর জমানো
সকল ক্রোধ কে টেনে বের করে আনো
কারণ একমাত্র তোমার জমানো জেদ ই
তোমার জয়ের মুল ভিত্তি।।"
আসলে মানুষের জেদ ই থাকে সফল করে ,যে তার কাজে যত জেদ নিয়ে করার চেষ্টা করে দিনশেষে তার ই সফলতা আসে বেশি ।
ভেঙ্গে যাবেন না, রুখে দাঁড়ান
মাঝপথে গিয়ে থেমে যাবেন না, সামনে আগান ,
মনে করুন আপনার পিছনে কোনো হিংস্র পানি ও দৌড়াচ্ছে , তাই দ্রুতবেগে দৌড়ান ,
সফল আপনি হবেন ই একদিন।
ইনশাআল্লাহ।
২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
এসো চিন্তা করি বলেছেন: ইনশাআল্লাহ ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: খুব দ্রুত সামনের পাতায় দেখতে চাই।