নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

কেন চিন্তা করবো ?

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২


চিন্তা নিয়ে নিজস্ব দর্শন
রেদওয়ানূল হক নাসিফ

চিন্তা এমন একটা শব্দ বা বিষয় যা প্রতিটি মানুষ ই করে , কেউ করে জীবন নিয়ে চিন্তা, কেউ করে পরিবার নিয়ে চিন্তা, কেউ করে যাবতীয় বিষয় নিয়ে চিন্তা, কেউ করে ভবিষ্যত নিয়ে চিন্তা, দিনশেষে চিন্তা মানব জীবনের একটা অপরিহার্য বিষয় ।

এখন চিন্তা করা বলতে এখানে আজেবাজে চিন্তা করাকে কিন্তু বোঝায় না, বোঝায় না কিভাবে কারো ক্ষতি করা যায়, বরং চিন্তা হলো সেই জিনিস যা ইতিবাচক বিষয়ের প্রতি দৃষ্টিপাত করাকেই বোঝায় , এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলতে আসলে কি , তাইলে শুনেন এটা হলো সেই বিষয়ের প্রতি চিন্তা যা আমাদের বুঝতে শিখাবে কিভাবে ভালো থাকতে হয় ভালো কাজ করতে হয় ।
অনেকেই আছে বলে অতিরিক্ত চিন্তা করা ঠিক না ,মানলাম কথা ঠিক আছে অতিরিক্ত চিন্তা করা ঠিক না সেই সকল বিষয় নিয়ে যেগুলো কোনো উওর চিন্তা করে খুঁজে পাওয়া সম্ভব না, যেগুলো উদ্ভুট বিষয়ের চিন্তা, সেগুলো চিন্তা করে কারো পক্ষে ফলাফল নির্ধারণ সম্ভব না সেই সকল চিন্তা, যেমন- আপনি চিন্তা করা শুরু করলেন পুরুষ কেনো বাচ্চা প্রসব করে না এরকম উদ্ভট চিন্তা।
তাই বলে এই নয় ভালো কিছু চিন্তা করা ও মানা। আসুন চিন্তা বিষয়ে কয়েকজন বিখ্যাত ব্যাক্তিবর্গদের কথা শুনে আসি -

✓ ব্রান্ডান্ট রাসেল বলেছেন -চিন্তা’ করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না। কারণ একমাত্র ‘চিন্তা’র মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব। উনি বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তা ভাবনা করা হুটহাট কেনো কিছু করা না, কারণ যখন ই আপনার সামনে কোনো সমস্যা চলে আসে তখন ই আপনি ভুলকরে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে বসেন , তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন । দেখবেন সমাধান হয়ে গেছে ।

✓প্লেটো বলেছেন যে, -চিন্তাভাবনা করা মানে নিজের আত্মার সাথে কথা বলা। বলতে পারেন আত্না তো অতিপ্রাকৃতিক বিষয় , তার সাথে আবার কেমনে কথা বলে , হে আপনি যা চিন্তা করেন আপনার আত্না সেই অনুযায়ী আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করে , যদি চিন্তা না করেন তাইলে সে সুযোগ টা হবে না।

✓ড. টিপিচিয়া বলেন , সুখী হওয়া মানে ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং আশাবাদী চিন্তাভাবনা করা।
চিন্তা করতে হবে ইতিবাচক, এমন ধরণের চিন্তা যেগুলো আপনাকে সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা প্রদান করবে
আপনাকে আশাবাদী করবে , দিনশেষে যারা ইতিবাচক চিন্তা লালন করে তারাই কিন্তু সফল হয় ।তাই চিন্তা করুন তবে ইতিবাচক চিন্তা।

✓মাহাত্ম্য গান্ধী বলেছেন -আপনার চিন্তাভাবনা গুলিকে ইতিবাচক রাখুন কারণ আপনার চিন্তাগুলিই আপনার শব্দ হয়ে ওঠে। ইতিবাচক থাকলেই জীবনে বেশি সফলতা আসে , যারা সবকিছু তে ইতিবাচক থাকে দেখবেন তারা সহজেই সফল হয় , তাই চিন্তাভাবনা করার আগে বুঝে নেন বিষয়টা ইতিবাচক না কি নেতিবাচক, কারণ জীবনে প্রভাব কিন্তু চিন্তার মাধ্যমে ই পরে ।

✓দার্শনিক এরিস্টটল বলেছেন , জ্ঞানবান মানুষের মতো চিন্তা করুন কিন্তু কথা বলুন সাধারণ মানুষের মত ই ,
কি বুঝলেন , জ্ঞানবান মানুষের মতো চিন্তা করতে , এখন জ্ঞানবান মানুষ কারা এটা নিশ্চয়ই বলে দিতে হবে না, আপনাকে সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে খুব সাধারণ ভাবেই যেনো ওরা বুঝ না পায় ।

চিন্তা হলো মনের খোরাক, যেমন খাবার শরীরের খোরাক , তেমনি ভাবে মনকে গতিশীল রাখার খোরাক ও এই চিন্তা, তাই বেশি বেশি জানুন , বেশি বেশি ইতিবাচক চিন্তা করুন , তাতেই ভালো থাকবে আপনার মন ।

সবশেষে ব্রান্ডান্ট রাসেলের আরেকটা উক্তি দিয়ে শেষ করছি - তোমার চিন্তাভাবনা ‘অদ্ভুত’ বলে ভীত হয়ো না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তাভাবনাই একসময় ‘অদ্ভূত’ ছিল। অদ্ভূত চিন্তা ভাবনার মধ্যে তিনি বলেছেন এমন চিন্তা যেগুলো সমাধান সম্ভব, সম্ভব বলেই যারা সফল হয়েছেন তারা এই সকল চিন্তা করেছেন । এখন অনেকেই বলবে অদ্ভূত তো অদ্ভূত ই ভাই , না অদ্ভূত অদ্ভূত হলে ও আমার দৃষ্টিতে এটা দুই ধরনের । প্রথমটা যে অদ্ভূত এর সমাধান আছে । দ্বিতীয়টা - যে অদ্ভূতের কোনো সমাধান কারো পক্ষে বের করা সম্ভব না কখনোই না। যেমন :- অতিপ্রাকৃতিক বিষয়াবলী যেগুলো চিন্তা করে ও সমাধান সম্ভব না বের করা ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

জুল ভার্ন বলেছেন: আপনার বেশ কয়েকটা পোস্ট পড়লাম।আপনি ভালো লিখেন। শুভ কামনা।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৪

এসো চিন্তা করি বলেছেন: দোয়া ও ভালোবাসা তে রাখবেন ভাই ☺️

২| ২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

শায়মা বলেছেন: তারমানেই তুমি রেদওয়ানূল হক নাফিস ভাইয়া???

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৩

এসো চিন্তা করি বলেছেন: জ্বি আপু কেনো সন্দেহ আছে নাকি আপু

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: ওহ তাই বলো!!


না না সন্দেহ নাই আর। :)

২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৮

এসো চিন্তা করি বলেছেন: আপনি অনেক মজার মানুষ আপু , আপনার লেখাগুলো অনেক ভালো লাগে পড়ে
আমি নতুন আমাকে ছোট ভাইয়ের মতো সাপোর্ট করবেন ভুলক্রটি হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন
ধন্যবাদ আপু ☺️

৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: আচ্ছা পড়বো।

তবে সবার পোস্ট পড়ো আর মন্তব্য করো যেন সবাই তোমার পোস্টেও ঢু মারে যতদিন প্রথমপাতা না পাও এখানে............

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০

এসো চিন্তা করি বলেছেন: প্রথম পাতা পাবার প্রক্রিয়া টা কিরকম আপু , মানে কতদিন পর পাবো যদি একটু বুঝিয়ে বলতেন

৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: আশা করি শিঘ্রই প্রথম পাতার সুযোগ পাবেন। মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি

২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

এসো চিন্তা করি বলেছেন: আপনাকে ধন্যবাদ ☺️❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.