নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
নিজস্ব দর্শন:-রেদওয়ানূল হক নাসিফ
আমি মানুষ এর জীবন টা বই এর সাথে তুলনা করে দেখানোর চেষ্টা করবো ,একটু দার্শনিক ভাবে চিন্তা করবেন আশা করি বুঝবেন ।
আচ্ছা আমরা অনেকে আছি বেশি বেশি বই পড়ি , কখনো কি মনে প্রশ্ন জাগে না যে, আচ্ছা বিভিন্ন ধরনের বই হয় কেন , রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,ধর্ম ,অর্থনীতি, ইত্যাদি ইত্যাদি, । একটু গভীর ভাবে চিন্তা করুন তো কি বুঝতে পারলেন না , আসুন বিষয় টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি , আমাদের জীবনে অনেক মানুষ আসে , আবার অনেক মানুষ আসে যারা চলে যায় , আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা খুব ই সহজ সরল , আবার কেউ বা খুব ই ভালো থাকে কিন্তু প্রয়োজন আসলেই রুপ পরিবর্তন করে ফেলে , আচ্ছা কখনো কি লক্ষ্য করে দেখেছেন একেক দেশের মানুষ একেক রকমের হয় ।
যেমন , মধ্যে প্রাচ্যের দেশগুলোর মানুষ এর বৈশিষ্ট্য এক রকম , পশ্চিমাদের বৈশিষ্ট্য আরেকরকম , বাঙালি দের বৈশিষ্ট্য আরেক রকম, কিন্তু এগুলো তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, মানুষের না , মানুষের নিজস্ব কোনো বৈশিষ্ট্য কারো পক্ষে কখনোই জানা সম্ভব না এগুলো কেনো হয় নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে আসুন একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি ,
আপনারা জানেন হয়তো পুরো মানুষই বই ।
বইয়ের যেমন ভাবে প্রকারভেদ আছে , তেমনি প্রকারভেদ আছে মানুষ এর ও আর মানব জীবন কিন্তু কেনো একটা নির্দিষ্ট বিষয়ের বই না এখানে সকল বইয়ের সমন্বয় গঠিত এমন একটা বই , যে বই বোঝার ক্ষমতা কারো ই নাই বললেই চলে , আচ্ছা আমরা অর্থনীতি নিয়ে বুঝতে গেলে যেমনি অর্থনৈতিক ব ই পড়ি , রাজনীতি নিয়ে বুঝতে গেলে রাজনৈতিক বই পড়ি , প্রতিটা বিষয় বা টপিকের জন্য রয়েছে আলাদা আলাদা বই , কিন্তু আপনি জানেন কি মানুষ এর জীবন টা এমন এক ধরনের বই যেখানে রয়েছে অর্থনীতি, রাজনৈতিক, সমাজনীতিসহ, ধর্ম , সংস্কৃতি, আইন , থেকে শুরু করে যাবতীয় সকল বইয়ের সমন্বয়ে গঠিত, তাই আমরা মানুষ সম্পর্কে জানতে পারি না । বূঝতে পারি না মানুষের মন , একজন মানুষ যেমন একসাথে অনেক গুলো বই এর জ্ঞান রাখতে পারে না ঠিক তেমনি ভাবে
মানুষের জীবন তো অনেক গুলো বইয়ের সমষ্টি, এমন ও অনেক ব ই আছে যা আপনি হয়তো জীবনে নাম ই শুনেন নাই । তাই আমার দৃষ্টিতে আপনি যত ই জ্ঞানী হন না কেন ,একজন মানুষের মন বা মানুষ সম্পর্কে আপনি জানতে কখনোই সক্ষম হবেন না ।
অনেকে হয়তো বলবো আমি অমুকের মন সম্পর্কে জানি , না আপনি হয়তো ৬০% জানেন কিন্তু আপনি ১০০% জানা কখনোই সম্ভব না , মানুষ একটা রহস্য
যে রহস্য উদঘাটন পৃথিবীর সকল বই সম্পর্কে যদি আপনি জ্ঞান রাখেন তার পর ও জানতে পারবেন না ।
২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২০
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ❤️
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
ফারহান রিবিন বলেছেন: সুন্দর চিন্তাপ্রসূত লেখা।
২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১৯
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ভালোবাসা ও দোয়া তে রাখবেন ❤️
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর লিখেছেন!