নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

বিদায় কেন এতো কষ্টের।

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭


বিদায় কেন এতো কষ্ট
বিদায় আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।
কেউ চাইলে আজীবন থেকে যেতে পারে না, পারে না প্রিয় জায়গা ধরে রাখতে , বিদায় টা কখনো হয় হাসিমুখে , আবার কখনো হয় অশ্রুভরা চোখে । তাইলে বিদায় ই যখন হবে তাইলে আমাদের জীবনে নতুনের আগমন কেনো ঘটে , এরকম হরেক রকম চিন্তা ই আসে আমাদের মনে , কিন্তু কেউ ই ধরে রাখতে পারে না যা বিদায় হবে , বিদায় শব্দটার মাঝেই এর উওর রয়ে গেছে , আপনি আমরা যত ই ধরে রাখার চেষ্টা করি না কেনো বিদায় হবে , সে তো হবার ই , বিদায় না হলে নতুন আসবেই বা কি করে , এরকম ই শতশত বিদায় আমাদের মনকে অশ্রু ভারাকান্ত করে রাখে সর্বদা।
মানুষ মানুষ কে ভালোবাসে, কিন্তু একটা বার ভাবেন আমরা যখন কাউকে নিজের থেকে গুরুত্ব দিয়ে ভালোবাসি যখন ই মানুষ টা আর আমাদের জীবনের অংশ থাকে না তখন কেমন অনুভূতি হয় , বলার জিনিস না এটা , সবাই হয়তো অনুমান করছেন , কেউ বা বিদায় এর কথা মনে করলেই চোখে ভেসে আসবে এরকম ই শতশত বিদায় এর ঘটনা।
থেমে থাকেনি জীবন , ঠিক ই চলতেছে , চলবে ও । বিদায় টা আসে মানব জীবনের কিছু মর্মস্পর্শী ঘটনার অংশ হতে , জীবন টা তো একটা অধ্যায়, এই অধ্যায়ে তো শুধু সুখ থাকবে না, হাসি কান্না সুখ দুঃখ মিলেই তো জীবন তাই না। এজন্য ই বিদায় জিনিস টা সবার জীবনে আসে । আসে জীবনের একটা অধ্যায় স্বরুপ । আসে সবার জীবনটাকে আরো সুন্দর ও প্রাঞ্জল করার জন্য।

বিদায় কেন এতো কষ্টের জানেন , তাইলে শুনেন কষ্ট মানে ই হলো খারাপ বা আবেগময়ী স্মৃতি স্মরণ, যেহেতু বিদায় জিনিস টা পুরোটাই আবেগ নিয়ে নির্মিত তাই বিদায় বিষয় টা ও এতো কষ্টের। তারপর জীবন মানিয়ে নিতে হয় । এটাই জীবনের সারকথা ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার, আসলে বিদায় নেওয়ার পর নতুন জগতে কী ঘটবে সবার অজানা

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

এসো চিন্তা করি বলেছেন: জ্বি ভাই , তবু ও বিদায় কখনো শেষ হবে না , বিদায় হতে ই থাকবে নদীর স্রোত যেরকম চলমান বিদায় এরকম ই চলমান ☺️

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৭

শায়মা বলেছেন: শিশুকাল থেকেই সবার মাঝেই সেপারেশন এংজাইটি একটু হলেও কাজ করে তাই বিদায় এত কষ্টের!

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৩

এসো চিন্তা করি বলেছেন: হে আপু কিন্তু বিদায় জিনিস টা ঘটবে কেও এটাকে আটকাতে পারবে না

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৭

সামছুল আলম কচি বলেছেন: বিদায় শুধুই কষ্টের নয়; আনন্দেরও বটে !!!

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

এসো চিন্তা করি বলেছেন: আমরা হয়তো এক মানুষ ছেড়ে আরেক মানুষের কাছে যাই যাদের কাছে যাই তাদের জন্য আনন্দের কিন্তু ভাই আমি বা আপনারা এতো দিন যাদের কাছে ছিলাম তাদের জন্য বিষয় টা কিন্তু কষ্টের ই ভাই আনন্দ টা বাইরে দেখে মানুষ কিন্তু ভেতরে ঠিক কষ্টের
থাকে সবার মন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.