নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

মানুষ আসলে ভালো না খারাপ

২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪


ভালো ও খারাপ মানুষ নিয়ে আমার নিজস্ব দর্শন
রেদওয়ানূল হক নাসিফ
ভালো মানুষ বিষয়টা আলোচনার আগে আমি মানুষ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি ,
মানুষ একটা রহস্যময় শব্দ বা বিষয় । বলতে পারেন রহস্য কেনো কারণ মানুষ হলো পৃথিবীর রহস্যগুলোর মধ্যে সেই রহস্য যে রহস্যের কোনো সমাধান নাই , কারো পক্ষে আজ পর্যন্ত মানুষ নামক রহস্য টার সমাধান করতে পারে নি । পৃথিবীর কত কত রহস্য আছে কিন্তু ঠিক ই সমাধান হয়েছে , কিন্তু একমাত্র মানুষের রহস্য উন্মোচন করা কারো পক্ষেই সম্ভব হয় নি , অনেকে হয়তো বলতে পারেন মানুষকে রহস্যময় বলার কারণ , তাইলে শুনেন
বিষয়টা একটু বুঝিয়ে বলি , ধরেন আপনি দীর্ঘ দিন ধরে কারো সাথে চলছেন , খুব ভালো মানুষ বলেই জানেন উনাকে , কিন্তু হঠাৎ দেখলেন এই মানুষ টা এমন এক কাজ করে বসলো যে আপনি কোনো ভাবেই বিশ্বাস করতে পারছেন না এটা ওর কাজ , যেনো আপনার মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে , আপনি তখন ভাবতে লাগলেন আজব ওর বিষয়ে এতো জানি কিন্তু আজ এ কি শুনলাম আমি কি দেখলাম আমি , এজন্য আমি বুঝাতে চাইছি মানুষ আসলে একটা রহস্যর নাম ।
এখন রহস্য বলতে আসলে আমরা কি বুঝি যে বিষয়ের কোনো রস কস নাই তাই হে অনেকটা এমন ই রহস্য বলতে বোঝায় যে জিনিস আমাদের অবাক করে , আমাদের ভেতরে ভয়ের সৃষ্টি করে , কিন্তু অনেকেই ভাবছেন মানুষ কেমনে ভয়ের সৃষ্টি করে , তাইলে আপনার বিদ্যালয় এর জীবনে একটু ফিরে যান তখন দেখবেন আপনি কয়েক জন শিক্ষক কে বাঘের মতো ভয় পেতেন , তাই তো , হে অবশ্যই তাই ।। এজন্য আমি বুঝাতে চাইছি মানুষ আসলে একটা রহস্যর নাম ।
এই সূত্র ধরে যদি আমরা সামনে যাই তাইলে ভালো মানুষ এর আর কোনো সংজ্ঞা ই থাকে না তবে অবশ্যই আছে , রহস্য মানে ই এটা খারাপ এমনটা কিন্তু মুটে ও না । মানুষ এর দুইটা দিক আছে ভালো এবং মন্দ ।
প্রতিটা মানুষ ই ভালো আবার প্রতিটা মানুষ ই খারাপ । তাইলে আদৌ ভালো মানুষ কি আছে , হে অবশ্যই আছে , ভালো মানুষ আছে বলেই আপনি আমি জগতে বেঁচে আছি , নাইলে হিটলার আর চেঙ্গিস খান হালাকু খান এর মতো মানুষ রাজত্ব করতো আর আপনি আর আমাকে রক্ত নদীতে স্নান করতে হতো । তাইলে মানুষ কেন খারাপ হয় এটা একটা প্রশ্ন থেকে যায় তাইলে শুনেন , প্রতিটা মানুষ ই ভালো , খারাপ তখন ই যখন ওদের নিজের স্বার্থ উদ্ধারের সময় আসে , নিজের জন্য ভাবে , সবকিছু তে নিজের কতৃত্ব প্রতিষ্ঠা জন্য সংগ্রাম করে তখন ই একটা ভালো মানুষ খারাপ মানুষ হয়ে যায়। কেউ কেউ এখন হয়তো প্রশ্ন করতে পারেন মানুষ তো সবাই চায় নিজের কল্যাণ তাই বলে খারাপ কেন হবে , আপনি অবশ্যই কল্যাণ চান নিজের তাই বলে এই নয় অন্যের অনিষ্ট করে নিজের কল্যাণ করা । যখন ই একটা মানুষ নিজের কল্যাণ করতে গিয়ে অন্যের ক্ষতি করবে না , অন্যকে ছোট করবে না তখন ই
সর্বোপরি আপনি আমি ভালো মানুষ হতে পারবো তাছাড়া কখনোই নয় কখনোই নয় ।
অর্থ্যাৎ ভালো মানুষ তো তারাই যাদের অন্যের জন্য হৃদয় কাঁদে, অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করে
নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেয় । কিন্তু বর্তমানে ভালো মানুষ গুলো তার খারাপ রুপ টাকে ই বেশি প্রদর্শন করে বলেই ভালো মানুষ টা খারাপ হিসেবে সর্বকুলে আখ্যায়িত হয় ।




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

মায়াস্পর্শ বলেছেন: মানুষ সবসময় এক রকম থাকে না। সময় এবং পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয়।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

এসো চিন্তা করি বলেছেন: হে ভাই ঠিক বলেছেন

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬

শায়মা বলেছেন: একেক জনের কাছে একেক মানুষ ভালো। আবার সেই মানুষই অন্যের কাছে খারাপ হতে পারে।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৮

এসো চিন্তা করি বলেছেন: হে আপু তবে প্রতিটা মানুষের ই দুটি ঠিক আছে , ভালো ও খারাপ কিন্তু প্রয়োজনে খারাপ রুপ টাই বেশিরভাগ মানুষ সামনে আনে

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৩

শায়মা বলেছেন: প্রয়োজনে আনে সব সময় ভালো মানুষ সেজে থাকে। :)


যেমন আমি! :)

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২২

এসো চিন্তা করি বলেছেন: হে আপু কিন্তু আমি প্রয়োজন বলতে বুঝিয়েছি যখন নিজ কেন্দ্রীক কিছু হয় তখন ই বেশিরভাগ মানুষ দেখবেন অন্যের ক্ষতি করতে উঠে পরে লাগে কিন্তু এতো দিন সবাই এই মানুষ কে ভালো বলেই জানতো
এরকম অহরহ কাহিনী আমাদের নিত্যদিনে ঘটে চলেছে আপু ☺️

৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: একটা ছোট পরামর্শ দিই, যেহেতু নতুন আপনি।
দয়া করে পোস্টে পোস্টে গিয়ে সাপোর্ট করবেন টাইপের মন্তব্য করবেন না । এটা আপনার ব্যক্তিত্ব কমিয়ে দিবে। আপনি প্রথমে কিছু দিন ব্লগের পোস্ট পড়ে বুদ্ধিদীপ্ত মন্তব্য করুন । বুদ্ধিদ্বীপ্ত মন্তব্য সবাই পছন্দ করে। তারপর যখন আপনাকে প্রথম পাতায় এক্সেস দেওয়া হবে তখন ভাল মানের পোস্ট করুন । মানুষ আপনার পোস্টে মন্তব্য করবে ।
আশা করি এই পরামর্শ আপনার মনে কষ্ট দেয় নি ।
ভাল থাকুন ।

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া ও ভালোবাসা তে রাখবেন ভাই
ধন্যবাদ ☺️☺️

৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে লেখা লেখি চলতে থাকুক,
আপনার চেষ্টা, আপনার সাফল্য বয়ে আনবে ।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া ও ভালোবাসা তে রাখবেন ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.