নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিক্ষার্থী। পড়াশোনা করছি , কল্পনা করি বিভিন্ন কিছু , তাই মানুষ কে নিজের কল্পনা জগত সম্পর্কে জানাতে এখানে আসা । ধন্যবাদ।

এসো চিন্তা করি

আমি একজন ছাত্র।‌পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

মানুষের মন কেন এমন

২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০২



কারো মন জয় করা সহজ বিষয় নয় , অনেক কঠিন একটা বিষয়, কারণ সকল মানুষ এক ই ধরনের চিন্তা চেতনা লালন করে না , আর আপনি বা আমি যত ই একটা মানুষের ভেতরে প্রবেশ করার চেষ্টা করি না কেনো তা কখনোই সম্ভব নয় , কারণ মানুষের প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন আপনার বা আমার জায়গা দখল করে বসবে অন্য একটা মানুষ যখন এই মানুষ টার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন জায়গা দখল করবে আরেকটা মানুষ এভাবে চলতেই থাকবে , এটার কখনো শেষ নাই । আমরা এমন ও অনেক মানুষ দেখি যাদের মধ্যে খুব মহব্বত ভালোবাসা ছিলো কিন্তু একটা পর্যায়ে এসে আর থাকে না কারণ মানুষ মন টা বড় ই অস্তির, সে সবসময় খুঁজে নতুনত্ব, তাই খুব কম ই মানুষ আছে যে আমরা তাদের মনে জায়গা করে নিলে আজীবন এই জায়গা থেকে যায় এরকম মানুষ খুব কম ই আছে ।
তাই বলে এই নয় যে মানুষ কে ভালোবাসবেন না অবশ্য ই ভালোবাসেন , কারণ ভালোবাসা ব্যতিত জীবন কখনো সুন্দর হওয়া সম্ভব নয় , এখন যে ভালোবাসার মূল্য দিতে জানে না এক্ষেত্রে ব্যতিক্রম। তাই বলে নির্দয় হয়ে বসে থাকলে চলবে না । ভালোবাসলে একটা পর্যায়ে উক্ত মানুষ ও হয়তো আপনাকে ভালোবাসবে , তবে মনে
কতটুকু জায়গা করতে পারবেন তা একমাত্র সময় আর পরিস্থিতি ই নির্ভর করছে । কারণ মানব মন পরিবর্তনশীল।

মানব মন পরিবর্তনশীল হয় , তাই কখনো কারো মনে পুরোপুরি আমরা জায়গা রাখতে পারি না , যারা রাখতে পারে তারা ব্যতিক্রম,এরকম মানুষ মন খুব কম ই আছে আমার জানা মতে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৭

রাকু হাসান বলেছেন:


শুভকামনা রইলো আপনার প্রতি । প্রথম পাতায় সুযোগ পেয়েছেন? না পেলে প্রথম পাতায় সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:১৬

এসো চিন্তা করি বলেছেন: জ্বি না ভাইয়া এখন ও প্রথম পাতায় সুযোগ পাই নি । দিলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ভাই ❤️
ধন্যবাদ ভাই ভালোবাসা ও দোয়া তে রাখবেন

৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই,
আপনাকে ব্লগে লিখার অভ্যাস করতে হবে,
বিভিন্ন লেখার উপর প্রশ্ন উত্তর লিখতে হবে,
বিভিন্ন সৃষ্টিশীল আলোচনায় যোগ দিতে পারেন ,
এভাবেই একদিন আপনি ও তুখোর লেখক হয়ে যেতে পারেন ।

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ❤️
দোয়া ও ভালোবাসা তে রাখবেন

৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু মানুষের মন জীবনেও পরিবর্তন হয় না।

সুন্দর লিখেছেন।

কাল্পনিক ভালোবাসা ভাইয়াকে মেইল করুন। প্রথম পাতায় সুযোগ পাবেন ইংশাআল্লহ।

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৬

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু ভালোবাসা ও দোয়াতে রাখবেন ☺️আপু ভাইয়ার মেইল টা কোথায় পাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.