নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

সেদিন দেখেছিলাম তোমাকে

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

"সেদিন দেখেছিলাম "
এ.কে.এম .রেদওয়ানূল হক (নাসিফ )

সেদিন দেখেছিলাম তোমাকে , আমার পাশ দিয়ে
যেতে ওহে সুকেশিনী ,
চাইছিলাম কথা বলতে একটু , কিন্তু তুমি শুনো নি
আমার কথা ওহে অভিমানী ।
পিছু পিছু যেতে চেয়েছি ,তোমার সাথে চেয়েছি করতে
প্রতিটা পথ অতিক্রম ,
তবু কেন যেনো পারি নাই এসেছে চলার পথে বাধা
করেছে আমায় ব্যতিক্রম ।
প্রথম দেখাতে চোখে চোখ ইশারা হয়েছিলো
ভাবের আদান প্রদান হয়েছিলো একটু দুজনার ,
বুঝে নাই আমি তাকিয়ে ছিলাম শুধু অবাক অপলক
দৃষ্টিতে শুধু মাত্র যে একজনার ।
ওগো বুঝি নাই আমি তোমার সেই চোখের ভাষা
তাকিয়ে ভাবছিলাম একান্ত মনে ,
তুমি চলে গেলে , একা ফেলে আমায় , দিয়ে গেলে
ভালো বাসার একটু অনুভূতি হৃদয়ে।
সেদিন দেখেছিলাম তোমাকে ট্রেন স্টেশনের বৃষ্টিস্নাত
সুন্দর একটা পড়ন্ত বিকালে ,
বার বার আসুক , বহুবার আসুক সেই দিন , সেই মুহুর্ত
বৃষ্টিতে ভিজতে চাই দুজনে ।




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: অবলক না অপলক



মানে চোখের পলক না ফেলে .......


উপদেশ দিলাম একটা ..... :)

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

এসো চিন্তা করি বলেছেন: টাইপিং মিস্টেক আপু

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

আজব লিংকন বলেছেন: সেদিন দেখেছিলাম তোমাকে , আমার পাশ দিতে
যেতে ওহে সুকেশিনী

সেদিন দেখেছিলাম তোমাকে , আমার পাশ দিয়ে
যেতে ওহে সুকেশিনী।

বৃষ্টিতে পরে নেম, আগে বলো "দিয়ে" না "দিতে" কোনটা হবে?

ফেসবুক ব্যবহার করা হয় নিশ্চয়ই?
লেখক হতে গেলে এই গ্রুপে হালকা চোখ রেখ, আমি নিজেও অনেক বানান এখনো জানি না।
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪

এসো চিন্তা করি বলেছেন: দিয়ে হবে ভাই
ধন্যবাদ ভাইয়া ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য ☺️
ভালোবাসা রইলো ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.