নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

আত্নবিশ্বাসী কেন হবো

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৫



আমরা সবাই একটা সুন্দর জীবন চাই , সবাই জীবন কে সুন্দর ভাবে গড়তে চাই , করতে চাই উন্নতি সর্বক্ষেত্রে, এখন জীবনের উন্নতির প্রধান লক্ষ্য ই নিজে সুখে থাকা কে ই বোঝায় । এখন সুখে থাকার উপায় ই বা কি , তবে শুনেন সুখে থাকতে হলে আপনাকে আগে আত্নবিশ্বাসী হতে হবে । শুধু তাই নয় সফলতা চাইলে ও আত্মবিশ্বাস থাকা টা খুব জরুরী। কারণ যার যতো আত্নবিশ্বাস সে ততোই সফল , আসুন একটু ঘটনার মাধ্যমে বোঝাই ,
লিংকন ছোট্ট একটা কাঠের কুঁড়েঘর থেকে যাত্রা শুরু করে একেবারে হোয়াইট হাউজ পর্যন্ত গিয়ে থেমেছিলেন । তিনি এমনটা করতে পেরেছিলেন, কারণ নিজের প্রতি তাঁর ছিল অগাধ বিশ্বাস । নেপোলিয়ন একজন দরিদ্র কর্সিকান ছিলেন । কিন্তু একসময় অর্ধেকইউরোপ তাঁর পায়ের তলায় চলে এসেছিল । তাঁরও আত্ম-বিশ্বাস অনেক বেশি ছিল । হেনরি ফোর্ড বালক বয়সে একজন কৃষক হিসাবে যাত্রা শুরু করেছিলেন । কিন্তু তিনি জীবনে যত গাড়ি বানিয়েছেন, পৃথিবীতে আর কেউ ততটা পারেনি । তিনিও বেশ আত্মবিশ্বাসী ছিলেন Iরকফেলার দরিদ্র একজন হিসাবরক্ষক হিসাবে যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন । তাঁর আত্ম-বিশ্বাসও অনেক বেশি ছিল। তাঁরা সবাই তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পেরেছিলেন, কারণ নিজেদের সক্ষমতার ওপর তাদের খুব বিশ্বাস ছিল ।

কিন্তু জানেন কি আমরা বর্তমানে আত্নবিশ্বাসী না হয়ে আত্নসন্দেহী হয়ে যাচ্ছি । উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে,
আত্ম-সন্দেহ আমাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আমরা ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করে ভয়কে জয় করতে পারতাম । এতে আমাদের অনেক মঙ্গল হতো । কিন্তু আত্ম-সন্দেহ আমাদেরকে তা করতে দেয় না ।
সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখুন , নিজের চেষ্টা,
পরিশ্রম ,কাজের প্রতি আস্থা রাখুন , একদিন না একদিন
সফলতা ধরা দিবেই । কখনো নিরাশ হবেন না , একদিন না একদিন সফলতার হাসি আপনি ও হাসবেন ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: ভালো লাগলো

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.