নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ছাত্র।পড়াশোনা করি । কল্পনা করতে পছন্দ করি , তাই পড়াশোনা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক, বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।
"তোমার অপেক্ষায়"
এ. কে. এম রেদওয়ানূল হক (নাসিফ)
বসে আছি উদাসীন মনে , তোমাকে নিয়ে শতশত ভাবনা
সৃষ্টি হয়ে চলেছে এই মনের ভেতরে ;
খুঁজি তোমায়, দেখি তোমায় , শয়নে স্মরণে ভাবি যে একজনার ই কথা প্রতি ক্ষণে !
অপেক্ষায় আছি যে তোমার, জানি না কবে আসবে
ওগো তুমি আমার সম্মুখে ,
একটু বার আসো না গো , ভেঙ্গে দিয়ে আমার অপেক্ষায় বাঁধ রেখে দিবো তোমায় যত্নে ।
চাই না গো অন্য কিছু আর এই জগত সংসারের মধ্যে আমি , শুধু তুমি বিহনে ,
আসো না আমার কাছে , বলো না এসে চলে এসেছি আমি তোমার স্মরণে।
জানি শেষ না হয় অপেক্ষা, আসবে না তুমি আমার সম্মুখে দিতে তোমার ভালোবাসার নিবেদন ;
তবে জেনে রাখো তুমি,আমি ছিলাম তোমার অপেক্ষায় চিরদিন চেয়ে যাবে তোমাতে ই ভালোবাসার আবেদন
২| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আপনি কবিতা খুব ভালো লিখতে পারবেন বলে ধারণা করছি।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১০
এসো চিন্তা করি বলেছেন: আমার নিজের লেখা ৪০ অধিক কবিতা আছে ভাই ধীরে ধীরে প্রকাশ করবো সব ধন্যবাদ ☺️
৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন ❤️
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: ৪০টার মধ্যে কয়টা প্রকাশ করলে ভাইয়ু??
২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
এসো চিন্তা করি বলেছেন: ৩ টা আপু সব ই করবো আপু ধীরে ধীরে ☺️
৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: অপেক্ষা অনেক কষ্টের।
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৬
এসো চিন্তা করি বলেছেন: জ্বি ঠিক বলেছেন ভাই অপেক্ষা জিনিস টা আসলেই খুব কষ্টের
৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম। লিখতে থাকুন। যারা কল্পনা করে অনেক বেশি তারাই কবি হয়ে থাকেন।
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০০
এসো চিন্তা করি বলেছেন: ভালোবাসা ও দোয়াতে রাখবেন ভাই ❤️ ধন্যবাদ
৮| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩
কাঁউটাল বলেছেন: ++++++++++
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
Excellent writing