নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

কবিতা প্রথম দেখেছিলাম তোমায়

২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭



"প্রথম দেখেছিলাম তোমায় "
এ.কে.এম. রেদওয়ানূল হক (নাসিফ)
আমি দেখেছিলাম সেদিন তোমায় কোনো এক
জনশুন্য রাস্তায় একাকী হেঁটে যেতে ,
আমি দেখেছিলাম সেদিন তোমার মুখের হাসি
যা বিমোহিত করেছিলো আমাকে !
আমি দেখেছিলাম সেদিন তোমার অবিরত
পথ চলার মধ্যে এক অভিন্নতার ছোঁয়া যে ‌,
আমি দেখেছিলাম সেদিন তোমার মধ্যে বহে চলা
এক প্রেমের মাধুর্য্য তাকে ।

মূগ্ধ তোমার দেখা পেয়ে , বিমোহিত, হারিয়ে ফেলেছি
মনের স্বাভাবিক ভাষা ওগো আমি ,
খুঁজি তোমায়, আমার মনে মিশে আছো যে তুমি, তাই
কল্পনায় বসবাস করো সর্বদা তুমি।

আর কি কখনো আসবে না তুমি দেখা দিতে আমায়
দিবে না আমায় পরিপূর্ণতা তোমার ,
জানি আমি , ভালোবাসা যদি সত্যি হয় তাহলে
তুমি আসবে দ্রুত ভালোবাসতে শুধু আমায় ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম পাতায় স্বাগতম আপনাকে। মন্তব্য, প্লাস যে অটুট থাকে সবার পোস্টে

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৯

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ আপু ☺️

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে যে ক্ষনিকের অতিথি ছিল
ভুইলা যান গা

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০১

এসো চিন্তা করি বলেছেন: ভুলতে চাইলে ও কি ভুলা সম্ভব আপু

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া কবি ভাল থাকবেন

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️❤️

৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৮

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️❤️

৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০০

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️❤️

৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: কই বসে দেখেছিলে ভাইয়া?? রেললাইনে বসে বসে??? :P


যাইহোক প্রথম পাতায় আসলে অবশেষে!!!

গুড গুড ভেরি গুড!! :)

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

এসো চিন্তা করি বলেছেন: কল্পনাতে দেখেছি আপু বাস্তবে না
হে আপু পরামর্শ দিবেন
আর দোয়া ও ভালোবাসা তে রাখবেন
ধন্যবাদ আপু ☺️

৭| ২৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১২

নান্দাইলের ইউনুছ বলেছেন:


খুবই সুন্দর।
কবিতা ভালো হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৯

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.