নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চিন্তা \'অদ্ভুত\' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় \'অদ্ভূত\' ছিল। বার্ট্রান্ড রাসেল।

এসো চিন্তা করি

আমি একজন শিক্ষার্থী।‌পড়াশোনা করি । পছন্দ করি কল্পনা করতে ,পছন্দ করি পড়াশোনা করতে তাই পড়ার চেষ্টা করি বিভিন্ন দার্শনিক, তাত্ত্বিক,কবি , বিখ্যাত ব্যক্তিদের লেখনী , বোঝার চেষ্টা করি জীবনে সাথে তাদের লেখার সারসংক্ষেপ, এখানে নিজের কল্পনা জগত সম্পর্কে সকল কে জানানোর জন্য ই আসা ।

এসো চিন্তা করি › বিস্তারিত পোস্টঃ

শিখবো কার কাছে

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২



শিখবো কার কাছে
মানব জীবনে শিখার শেষ নাই , কিন্তু কার কাছে শিখবো এই নিয়ে আমাদের মাথা ব্যথা, কিন্তু শিখে ও অনেক কিছু শিখা থেকে আমরা বঞ্চিত, তাইলে আমরা কি শিখতেছি এরকম নানা প্রশ্ন থেকে যায় মনে , শিখে মানুষ জীবন কে সুন্দর করার জন্য, কিন্তু জানেন কি এই শিখা ও অনেক সময় জীবন সুন্দর করতে পারে না, তাইলে পরিপূর্ণ শিক্ষা কিভাবে অর্জিত হয় আসুন একটু গভীরে প্রবেশ করি ,
আমরা বিভিন্ন ভাবে শিক্ষা অর্জন করি , মূলত শিখার জন্য ই , এই শিখা থেকেই মানব জীবন সুন্দর ও যথার্থ হয় । কিন্তু কেন জেনো মনে হয় তারপর শিখা আর হয় না ।
এখন আমি কয়েকটা বিষয় তুলে ধরবো যেগুলো থেকে আমাদের শিখা উচিত যা আমাদের সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা দিবে ।

∆ নিজের পরিবার ও সমাজ থেকে শিখা :- একটা শিশু জন্মের পর পরিবার থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে , তারপর সমাজ থেকে শিখে একে একে সব কিছু থেকে শিখে , আসলে মানুষ কে শিখানোর পিছনে সমাজ ও পরিবার ই প্রথম ভূমিকা রাখে ।

∆মানুষের কাছ থেকে শিখা :-অনেকে বলবে ভাই মানুষের কাছ থেকে কেমনে শিখবো , এজন্য আপনাকে সমাজে বসবাস কারি সকল মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে তাদের সুখ দুঃখ কথা শুনতে হবে , এভাবেই ওদের জীবন দর্শন থেকে আপনি শিখতে পারবেন অনেক কিছু যা আপনার ব্যাক্তিত্ব গঠনে বিরাট ভূমিকা রাখবে ।

∆বন্ধুবান্ধবদের কাছ থেকে শিখা :- আমাদের সবার জীবনে বন্ধু আছে , বন্ধুরা আমাদের জীবনে একটু গুরুত্বপূর্ণ অংশ , তাদের চিন্তা চেতনা মাঝেমধ্যে আপনাকে নতুন কিছু ভাবতে শিখাবে , এভাবে আপনি শিখতে পারবেন অনেক কিছু যা আপনার জীবনে অনেক কাজে দিবে।

∆ গুরুজনদের কাছ থেকে শিখা:- আমাদের আশেপাশে অনেক গুরুজন আছেন , মাঝেমধ্যে তাদের দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন , আপনার যদি কোন জিনিস জানার ইচ্ছা হয় তখন আপনি তাদের কাছে প্রশ্ন করবেন , দেখবেন অনেক সময় এতো সুন্দর উওর দিবেন যে আপনি প্রায় অবাক হবেন ।

∆ ছোটদের কাছ থেকে শিখা :- অনেকেই বলবে ভাই ছোটদের কাছ থেকে কেমনে শিখে । আপনারা হয়তো জানেন ছোট দের কৌতুহল বেশি , ওরা বেশি জানতে চায় তাই অনেক সময় এমন প্রশ্ন করে যে আপনি রীতিমত অবাক হন , যেগুলো আপনার জানার পরিধি আরো বাড়িয়ে দিতে পারে ।

∆ শিক্ষকদের কাছ থেকে শিখা :- বাবা মায়ের পরে ই শিক্ষকদের স্থান । একজন ছাত্র সর্বদা শিক্ষকের আর্দশ ই গ্রহন করে , সুতরাং জানার বা শিখার ক্ষেত্রে শিক্ষকের অনেক গুরুত্ব রয়েছে ।

∆বই পত্র থেকে শিখা :- মানুষ পড়াশোনা করে জানার জন্য, আর বই পত্র হলো সেই মাধ্যম যা মানুষকে জ্ঞানের জগত কে বাড়িয়ে দেয় , তাই বেশি বেশি বই পড়ুন । অনেক কিছু এমনেই শিখে যাবেন ।

∆ ধর্মীয় গ্রন্থ থেকে শিখা :- ধর্মীয় গ্রন্থ হলো সেই গ্রন্থ যা মানুষের জীবন কে উন্নত ও কল্যাণময় করে , শিখার বা জানার ক্ষেত্রে এই গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

∆ নিজ জীবন দর্শন থেকে শিখা :- আমাদের সবার জীবনে মাঝেমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে , এসব ঘটনা তে থাকে শিক্ষনীয় অনেক কিছু তাই জীবন থেকে শিখা ও একটা মাধ্যম ।

সর্বোপরি শিখার কেনো বয়স নেই , আপনি যেকোন অবস্থাতেই যে কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারেন । বিষয়টা হলো আপনার মধ্যে জানার ও শিখার আগ্রহ থাকাটা জরুরি। আগ্রহ থাকলে আপনি নিজেই খুঁজে পাবেন আপনার শিখার বিভিন্ন মাধ্যম।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

জেনারেশন৭১ বলেছেন:



আজকের বিশ্বে ভালো করছে জ্ঞানভিত্তিক সমাজগুলো; সেই সমাজের লোকজন বিবিধ বিষয়ে দক্ষতা লাভ করছে! তারা কোথা থেকে শিখছে?

আপনি আধুনিক ও নতুন কোন কিছুর উপর জোর দেননি, পুরানো কথাগুলো লিখেছেন; কারণ, আপনি নিজেও সঠিক কোন কিছু এখনো শিখেননি; কিন্তু সেই বিষয়ের উপর লিখছেন।

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

এসো চিন্তা করি বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য, আমি ভাই সব বিষয় হয়তো বর্ণনায় আনি নাই , আজকের বিশ্বের সমাজ গুলো শিখছে তাদের ইতিহাস থেকে ভাই , তাদের ইতিহাস তাদের শিখাই দিচ্ছে কিভাবে অতীত থেকে শিখে বাস্তব জীবন গঠন করা সম্ভব ☺️
আর ভাই আমি শিক্ষার্থী শিখতে ধীরে ধীরে যতটুকু বলতে পেরেছি বলেছি , ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত এড করবো
লেখায় । ধন্যবাদ ভাই ☺️

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আমার থেকে দ্রুত প্রথম পাতায় চলে এসেছেন।কলম চলুক অবিরাম!

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

এসো চিন্তা করি বলেছেন: দোয়া ও ভালোবাসা যে রাখবেন ভাই
ধন্যবাদ ☺️❤️

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

নাহল তরকারি বলেছেন: শিখা ভালো।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম ব্যাক গাজি ।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: জেনারেশন ৭১ ওরফে সোনা গাজি ।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৫

আজব লিংকন বলেছেন: শাহ আজিজ বলেছেন: জেনারেশন ৭১ ওরফে সোনা গাজি ।
ওপেন সিকরেট এভাবে ফাঁস করতে নেই স্যার।
হা হা হা।


@এসো চিন্তা করি - সুন্দর লিখেছেন।। ভাল লেগেছে,
"ছোট দের কৌতুহল বেশি , ওরা বেশি জানতে চায় তাই অনেক সময় এমন প্রশ্ন করে যে আপনি রীতিমত অবাক হন , যেগুলো আপনার জানার পরিধি আরো বাড়িয়ে দিতে পারে"

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩০

এসো চিন্তা করি বলেছেন: না ভাই দরকার আছে প্রকাশের আপনারা আমার ভুল না ধরিয়ে দিলে আমি কার কাছে সংশোধন করার প্রক্রিয়া খুঁজবো
আপনারা ই আমার অনুপ্রেরণার জায়গা ,
আমি শিক্ষার্থী ভাই ধীরে ধীরে শিখার ও জানার চেষ্টা তে আছি আপনাদের সাপোর্ট থাকলে আমার বিশ্বাস অনেক দূর যেতে পারবো
ধন্যবাদ ভাই
এভাবে সবসময় পরামর্শ দিবেন ☺️❤️

৭| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

শাহ আজিজ বলেছেন: লেখার স্টাইল দেখেই ধরে ফেললাম ।

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৬

এসো চিন্তা করি বলেছেন: যতটা সহজ ভাবে লেখা যায় ভাই ততটা সহজ ভাবে লেখা চেষ্টা করি , আর আমি ও শিক্ষার্থী শিখতেছি ধীরে ধীরে তাই হয়তো অনেক কিছু লেখায় তুলে ধরা সম্ভব হয় নি
পরবর্তী তে আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো ধন্যবাদ ভাই ☺️
এভাবেই পরামর্শ দিবেন সবসময়।❤️
আপনাদের পরামর্শ ই আমাকে আরো জানার প্রতি আগ্রহ বাড়াবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.